শেষ চার ম্যাচে চরম নাটকীয় কিছু না হলে চ্যাম্পিয়ন হবেন তরুণ কার্লসেনই।
২৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের এই প্রতিযোগিতার বিশ্ব সেরার মুকুট ছিনিয়ে নিতে ১২ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেতে হবে কার্লসেনের।
প্রথম চারটি ম্যাচ ড্র করার পর পরের দুটি ম্যাচ জিতে বিশ্বকে তাক লাগিয়ে দেন কার্লসেন। সোমবার সপ্তম ম্যাচটি ড্র হওয়ার পর মঙ্গলবারের ম্যাচটিও সমতায় শেষ হয়। তাই প্রথম আট ম্যাচ থেকে দুই জয় আর ছয় ড্র নিয়ে কার্লসেনের অর্জন ৫ পয়েন্ট।
আনন্দ ও কার্লসন। শেষ চার ম্যাচ থেকে ১.৫ পয়েন্ট পেলেই বিশ্বসেরার মুকুট নিশ্চিত হয়ে যাবে কার্লসেনের। তাই যেকোনো তিনটি ম্যাচে ড্র করলেই চলবে তার।
আনন্দ ও কার্লসন।
আর ২০০৭ সাল থেকে চ্যাম্পিয়ন আনন্দকে মুকুট ধরে রাখতে চাইলে কমপক্ষে দুটি ম্যাচ জিতে বাকি দুটি ড্র করতে হবে।
৯ বছর আগে মাত্র ১৩ বছর বয়সে দ্বিতীয় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে গ্র্যান্ডমাস্টার হওয়া কার্লসেন এখন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।