আমি নিজের মৃত্যুকে বরণ করে নেয়া অজেয় একিলিস নই । আমি নিজের প্রেমে আত্মহারা নার্কিসাস নই । আমি অসম্ভবকে সম্ভব করা মহাবীর ... হেরাক্লেস নই। আমি পৃথিবীর ভার ধরে থাকা এটলাস নই । দুর্গম পথ পারি দিয়ে আসা ইথাকার রাজা ওডিসিউস নই । আমি সৌন্দর্যের প্রতিরূপ আদোনিস ন
একজন ভালো মানুষকে নিমেষেই পশুতে পরিনত করা যায়, এমন একটা ভয়ংকর ড্রাগের অস্তিত্ব এই পৃথিবীতে আছে; যে মানুষের রক্তে এই ড্রাগ একবার ঢুকে যাবে সে আল্টিমেটলি পশু হবেই!
…আর সেই একমাত্র ড্রাগটার নাম হচ্ছে 'লোভ' অথবা 'হিংসা'।
যেকোন মানুষকে অমানুষ করে ফেলা যায় শুধুমাত্র এই একটা জিনিসের মাধ্যমেই!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।