যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগের কারণে বুধবার বিকাল ৩টা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে বাড়বকুণ্ডে চার আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে শিবির কর্মীরা আগুন দিয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
বুধবার দুপুরে মহাসড়কের পন্থিছিলা এলাকা থেকে রক্তাক্ত একটি লাশ উদ্ধারের পর সেটি বাড়বকুণ্ড ইউয়নিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলামের বলে দাবি করেন দলের স্থানীয় নেতারা।
অবশ্য চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ জানান, লাশের পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত নন।
এরপর বিকালে জামায়াত কর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর শুরু করে বলে স্থানীয়রা জানান।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সৈয়দ জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামায়াতকর্মীরা বেলা ৩টার দিকে মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় দুটি ট্রাক ও একটি কভার্ড ভ্যানে আগুন দেয়।
এর পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোয়া ৩টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান সাদাকাত উল্লাহসহ আওয়ামী লীগ সমর্থক চারজনের বাড়িতে হামলা চালিয়ে জামায়াত কর্মীরা আগুন দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।