আমি ডেনজার।
জাতীয় সংসদের সমাপনী অধিবেশন শেষে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার নতুন সদস্যদের দফতর বণ্টন চূড়ান্ত করেছেন।
এর আগে সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগামীকাল মন্ত্রিসভার নতুন সদস্যের দফতর বণ্টনের গেজেট প্রকাশ করা হবে।
দায়িত্বপ্রাপ্ত নতুন মন্ত্রীদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদকে শিল্প ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া অপর আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং জাতীয় পার্টির ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। জাতীয় পার্টির রওশান এরশাদকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, রুহুল আমিন হাওলাদারকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সালমা ইসলামকে দেয়া হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
সুত্র : http://goo.gl/0Vg877
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।