আমাদের কথা খুঁজে নিন

   

মেসির তৃতীয় গোল্ডেন বুট

ইউরোপীয়ান গোল্ডেন বুট তৃতীয়বারের মতো হাতে নিয়ে ফটো সেশনে দাঁড়ালেন লিওনেল মেসি। মুখে ছিল স্মিত হাসি। তবে ভক্তরা জানেন, এই হাসির পিছনে ছিল কান্নার লেশ। লিওনেল মেসি মাঠে বাইরে বেশ কিছুদিন ধরেই। মৌসুমে তৃতীয়বারের মতো ইনজুরি তাকে অনেকটা দূরে নিক্ষেপ করেছে।

সাইডলাইনে বসে খেলার দেখার যন্ত্রণা বুকে নিয়েই তাকে নিতে হলো ইউরোপীয়ান গোল্ডেন বুট। তবে মেসি এই পুরস্কার হাতে নিয়েই দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন, এবার মাঠে ফিরবেন আগের চেয়েও ভালো ফুটবলার হিসেবে!

পর্তুগিজ রোনালদো ও ইউসেবিও, জার্মান গার্ড মুলার, ফরাসি থিয়েরি অঁরি, উরুগুইয়ান দিয়েগো ফোরলানসহ নয়জন তারকাকে পিছনে ফেললেন লিওনেল মেসি। তিনিই প্রথম তারকা হিসেবে তৃতীয় গোল্ডেন বুট জয়ের গৌরব অর্জন করলেন। এর আগে ২০০৯-১০ এবং ২০১১-১২ মৌসুমেও ইউরোপীয়ান গোল্ডেন বুট জয় করেছিলেন মেসি। গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ৪৬ গোল করে এই পুরস্কার জয় করেন তিনি।

আগের মৌসুমে করেছিলেন ৫০ গোল! এই লিওনেল মেসিই ইনজুরিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিনের জন্য চলে গেছেন মাঠের বাইরে। এরই মধ্যে বেশ কয়েকটি ম্যাচে তিনি অনুপস্থিত। আরও অন্তত আটটি ম্যাচ খেলতে পারছেন না তিনি। এর মধ্যে লা লিগার চারটি এবং চ্যাম্পিয়ন্স লিগের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।

তবে মেসি কথা দিয়েছেন, বড়দিনের পর তিনি ফেরার সময় আগের চেয়েও দুর্দান্ত হয়ে ফিরবেন।

'আমার লক্ষ্য হচ্ছে আরও ভালো ফুটবলার হিসেবে মাঠে ফেরা। আমি কঠোর পরিশ্রম করছি শরীরের শক্তি বাড়ানোর জন্য। আশা করি মাঠে ফেরার সময় সব ইনজুরি থেকে মুক্ত থাকব। ' তবে লিওনেল মেসি কবে নাগাদ ফিরতে পারেন, এ ব্যাপারে কিছু বলেননি।

সামনেই ফিফা ব্যালন ডি'অর।

মেসির ইনজুরি এবারে ক্রিষ্টিয়ানো রোনালদোকে শক্ত অবস্থান এনে দিয়েছে। তাছাড়া এই পর্তুগিজ তারকা দুর্দান্ত পারফর্ম করেই চলেছেন। টানা চার বছর পর রোনালদো এবার ফিফার বর্ষসেরা হতেই পারেন। ভোট দেওয়ার সময়সীমাও তো বাড়ানো হয়েছে। এরই মধ্যে ভোট দেওয়া যে কেউ ইচ্ছে করলে ভোটটা পরিবর্তনও করতে পারবেন! ২৯ নভেম্বর পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।