আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে পেছালেন সিদ্দিকুর

প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে দুই শট বেশি খেলে যৌথভাবে ৩২ তম অবস্থানে ছিলেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডেও খেলেছেন পারের চেয়ে চার শট বেশি। শুক্রবার মাত্র একটি বার্ডি করলেও বোগি (পারের চেয়ে এক শট বেশি খেলা) করেছেন পাঁচটি। দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে আট শট কম খেলে এককভাবে শীর্ষে আছেন ডেনমার্কের টমাস বিয়ার্ন। আর সাত শট কম খেলে দুই নম্বরে নেমে গেছেন যুক্তরাষ্ট্রের কেভিন স্ট্রিলম্যান।

দলগত প্রতিযোগিতায় পারের চেয়ে ১০ শট কম খেলে এককভাবে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। আর সাত শট কম খেলে দুইয়ে উঠে এসেছে ডেনমার্ক। সিদ্দিকুর ছাড়া আর কোনো বাংলাদেশী বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়ায় দলগত প্রতিযোগিতায় নেই বাংলাদেশ। দলগত বিভাগে অবশ্য আলাদা কোনো প্রতিযোগিতা হচ্ছে না। একটি দেশের দুই গলফারের স্কোর যোগ করেই এ বিভাগের মোট স্কোর ধরা হচ্ছে।

এককের মোট প্রাইজমানি যেখানে ৭০ লাখ ডলার, সেখানে দলগত বিভাগের মাত্র ১০ লাখ ডলার।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।