ধারাবাহিক 'প্রেমরোগ'
চলচ্চিত্রকার হাফিজ উদ্দিন পরিচালিত ধারাবাহিক নাটক 'প্রেমরোগ' প্রচার হবে আজ রাত ৮টায় মোহনা টিভিতে। প্রেম ও পারিবারিক গল্পের এই নাটকটি কৌতুকধর্মী করে পর্দায় উপস্থাপন করা হয়েছে। ফজলুল করিমের লেখা এ নাটকটি ইতোমধ্যে দর্শক নজর কেড়েছে। এত অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, কাজী হায়াৎ, প্রাণ রায়, ফারুক আহমেদ, তুষার খান, নির্জনা, রেহনা জলি, মঈন, নাদের খান, বিনয় ভদ্র, আহসান হাবিব নাসিম, পীরজাদা শহীদুল্লাহ হারুন প্রমুখ। নাটকের সূচনা সংগীত হাসান মতিউর, চিত্রগ্রহণ এসডি বাবুল ও হারুন এবং আবহ সংগীতে করেছেন আকতারুল হক।
নাটকটি শনি, রবি ও সোমবার প্রচার হয়।
বাংলাভিশনে 'আমার আমি'
'আমার আমি'তে আজকের পর্বে অতিথি কণ্ঠশিল্পী হামিন আহমেদ ও কানিজ সুবর্ণা। অনুষ্ঠানে তারা কথা বলবেন সংগীতের বিভিন্ন বিষয় নিয়ে। এ ছাড়া আরও জানাবেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় 'আমার আমি'র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।
নাটক নূরজাহান
চ্যানেল আইতে আজ রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক নূরজাহান। এ দীর্ঘ ধারাবাহিকটি রচিত হয়েছে বাস্তব ঘটনার প্রতিলিপি কথাশিল্পী ইমদাদুল হক মিলনের 'নূরজাহান' অবলম্বনে। পরিচালনা করেছেন সুমন আনোয়ার। ধারাবাহিকটির সূচনা সংগীত করেছেন শহিদুল্লাহ ফরায়েজী। সুর ও সংগীত সোহেল নিজামী এবং কণ্ঠ দিয়েছেন মাসুম আজিজ।
চিত্রগ্রহণ রায়হান খান। সম্পাদনা এম এইচ সোহেল। নূরজাহান চরিত্রে এ ধারাবাহিকে অভিনয় করেছেন পুনম হাসান জুঁই। অন্যান্য চরিত্রের শিল্পীরা হলেন সৈয়দ হাসান ইমাম, মাসুম আজিজ, সোহেল খান, শিরিন বকুল, শিরিন আলম, শাহেদ শরীফ খান, অশোক ব্যাপারী, নাজনীন হাসান চুমকী, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, মৌসুমী প্রমুখ।
ধারাবাহিক ইচ্ছেঘুড়ি
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'ইচ্ছেঘুড়ি'র তৃতীয় পর্ব।
নাটকটি প্রতি সপ্তাহের শনি ও রবিবার প্রচার হচ্ছে। সাফায়েত মনসুর রানার রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন অপর্ণা, মিশু সাবি্বর, মাশিয়াত, স্পর্শিয়া, সুমন পাটোয়ারী, কাজী আসিফ, শ্যামল মাওলা, মুনিরা মিঠু, শাহরিয়ার হুদা রুমী, পার্থ বড়ুয়া, মোনালিসা, তানিয়া হোসেন প্রমুখ। 'মিশু এমবিএ শেষ করার পর একটি ম্যারেজ মিডিয়ার কর্ণধার। ফেসবুকে রয়েছে তার ভার্চুয়াল অফিস। শ্যামল একজন মেকারট্রনিঙ্ ইঞ্জিনিয়ার।
তার স্বপ্ন রোবট নিয়ে বাংলাদেশে এক নতুন অধ্যায় সূচনা করা।
টকশো : সোজা কথা
চলমান রাজনীতি, অর্থনীতি, সামাজিক-সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ নিয়ে দেশ টিভিতে আজ রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে টকশো সরাসরি অনুষ্ঠান 'সোজা কথা'। উপস্থাপনায় মুহাম্মদ জাহাঙ্গীর, মুনীরুজ্জামান ও সুকান্ত গুপ্ত অলক। অনুষ্ঠানে অংশ নেবেন বিশিষ্ট রাজনীতিক, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, বুদ্ধিজীবী, পেশাজীবী, শিক্ষক, এমপি ও মন্ত্রীরা। এটি প্রযোজনা করেছেন মশিউর রহমান খান নিবিড় ও মাহফুজুল হক শান্ত।
'দ্য ট্রাফিক সিগন্যাল'
চ্যানেল আইতে আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে রাস্তাঘাটে চলমান ট্রাফিক সিগন্যালবিষয়ক অনুষ্ঠান 'দ্য ট্রাফিক সিগন্যাল'। সুনাগরিক হোন, ট্রাফিক আইন মেনে চলুন' স্লোগান নিয়ে বিষয়ভিত্তিক এই অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন ইবনে হাসান খান। সারা দেশের ট্রাফিক ব্যবস্থা নিয়ে দুটি ভাগে বিভক্ত অনুষ্ঠানটির নগর পর্বটি উপস্থাপনা করছেন যাযাবর রাসেল এবং মহাসড়ক পর্বটি উপস্থাপনা করছেন শাকিল হোসেন। অনুষ্ঠানটি সম্পাদনা করছেন এ কে আজাদ ও এম এইচ সোহেল। পরিচালনা করছেন জুবায়ের ইবনে বকর এবং এ কে আজাদ।
অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে যাদের আত্দদান ও জীবনের বিনিময়ে সুন্দর এদেশ এবং নীল-সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
লাইভ 'রবি রক অ্যান্ড রিদম'
এটিএন বাংলায় আজ রাত ৮টায় সরাসরি সম্প্রচার হবে লাইভ মিউজিক্যাল শো 'রবি রক অ্যান্ড রিদম'। ইভা রহমানের পরিচালনায় গতানুগতিক ধারার বাইরে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা। গানের ফাঁকে ফাঁকে উপস্থাপক অতিথির সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন।
আলোচনায় উঠে আসবে শিল্পীর সংগীত জীবনের নানা অজানা কথা, জনপ্রিয় গান ও সুর সৃৃষ্টির পেছনের কথা। অনুষ্ঠানের আজকের পর্বে অতিথি হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী বালাম। অতিথির সঙ্গে আলাপচারিতার ফাঁকে নিজের গাওয়া জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন শিল্পী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।