শেখ সেলিম কবীর শনিবার এই ঘোষণা দিয়ে বলেছেন, “আমি প্রমাণ করতে চাই, সৈয়দ আশরাফ আন প্যারালাল কোনো নেতা নন। ”
স্থানীয় সরকারমন্ত্রী আশরাফের আসনে প্রার্থী হতে চাওয়া সেলিম কবীর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান।
মন্ত্রী হিসেবে জেলার উন্নয়নে ‘ব্যর্থতা’, ভোটারদের ‘মূল্যায়ন’ না করা এবং জেলায় দলীয় কর্মকাণ্ডে ‘স্থবিরতার’ জন্য তার অভিযোগের আঙুল কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সেলিম কবীর জানান, আশরাফের আসনে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী হতে তিনি ইতোমধ্যে দলে আবেদনপত্র জমা দিয়েছেন।
দেশের প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ-১ আসনে টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সেলিম কবীর বলেন, “তিনি (আশরাফ), তার পরিবার ও তার অনুগতরা সাধারণ ভোটারদের অপমান করেছেন। এ ছাড়া স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পেয়েও তিনি জেলার দৃশ্যমান কোনো উন্নয়নে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। ”
১৭ বছর ধরে কিশোরগঞ্জ আওয়ামী লীগের কাউন্সিল না হওয়ার জন্যও তিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে দায়ী করেন।
কিশোরগঞ্জের সন্তান জিল্লুর রহমান, আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার পরও জেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি দাবি করে এর জন্য হতাশা প্রকাশ করেন সেলিম কবীর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।