শনিবার আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত খাইবারের বারা এলাকার একটি বেসরকারি স্কুল থেকে তাদের অপহরণ করা হয়। পোলিও নির্মূল কর্মীরা কার্যক্রম শুরু করার পরপরই বন্দুকধারীরা এসে শিক্ষকদের নিয়ে যায় বলে কর্মকর্তারা জানান।
স্থানীয় কর্মকর্তা খিয়ালি গুল রয়টার্সকে বলেন, তালেবান সংশ্লিষ্ট মঙ্গল বাগ নেতৃত্বাধীন লস্কর-ই-ইসলাম জঙ্গি গোষ্ঠী নিয়ন্ত্রিত একটি এলাকায় ওই শিক্ষকদের নেয়া হয়েছে।
তিনি বলেন, “মঙ্গল বাগ ও তার অনুসারীরা শিশুদের পোলিও টিকা খাওয়ানোর বিরোধিতা করে আসছে। নিজেদের এলাকায় পোলিও কর্মীদের ঢুকতে দেয়া না তারা।
”
পরিচয় প্রকাশ না করার শর্তে খাইবার প্রদেশের আরেক কর্মকর্তা বলেন, শিক্ষকদের এমন একটি এলাকায় নেয়া হয়েছে যেখানে জঙ্গিদের উপস্থিতির কারণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঢুকতে পারে না।
স্থানীয় গোত্রপতিদের সঙ্গে আলোচনার মাধ্যমে ওই শিক্ষকদের মুক্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানে পোলিও নির্মূল কর্মীদের ওপর প্রায়শই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। পশ্চিমা গোয়েন্দাদের চর বা মুসলমানদের নির্জীব করার ‘ষড়যন্ত্রের’ অংশ হিসেবে এ কর্মসূচি চালানো হয় বলে অভিযোগ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর।
টিকাদান কর্মসূচির আওতায় গত তিন দশকে সারা বিশ্বে পোলিও নির্মূলে ৯৯ দশমিক ৯ শতাংশ সাফল্য এলেও নাইজেরিয়া, আফগানিস্তান ও পাকিস্তানে তা এখনো মহামারী আকারে রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।