জন চলে যাওয়ার পর অতিথি হিসেবে ব্ল্যাকের সঙ্গে দুটি অনুষ্ঠানে গান করেন অন্য একজন ভোকাল। তারপর ব্ল্যাক খুঁজে পান নিজেদের প্রত্যাশিত ভোকালকে। ব্ল্যাকের সঙ্গে যোগ দেন আশিফুর। তাও প্রায় আট মাস হয়ে গেছে। কিন্তু এতদিন নতুন ভোকালকে শ্রোতাদের সামনে সে অর্থে পরিচয় করায় নি ব্ল্যাক।
কাল শুক্রবার রাত এগারোটা ৪৫ মিনিট দেশ টিভির Close up Call-এর গান অনুষ্ঠানে গান করবে ব্ল্যাক। সেই অনুষ্ঠানেই টনি (ড্রামস), টিটু (বেজ) ও জাহানের (গিটার) সঙ্গে অংশ নিবেন আশিফুর (ভোকাল)। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আশিফুরকে নিজেদের নতুন সদস্য হিসেবেও পরিচয় করিয়ে দিবে ব্যান্ড।
জাহান বলেন, ‘আমারা যে ধরনের গান করি আশিফুরের কণ্ঠটি তার সঙ্গে বেশ মানানসই। তাই আমাদের সঙ্গে তাঁর যুক্ত হওয়া।
বেশ কয়েকটি কনসার্টেও তাঁকে নিয়ে গান করা হয়েছে। কিন্তু টিভির পর্দায় অশিফুরকে নিয়ে এবারই প্রথম হাজির হচ্ছি। ’
জাহান আরো জানান, ‘ ব্ল্যাকের নতুন সদস্যকে নিয়ে এরই মধ্যে নতুন অ্যালবামেরও কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। ৬-৭টা গানও তৈরি হয়ে গেছে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে অ্যালবামটির রেকর্ডিং।
উল্লেখ্য ব্ল্যাকের যাত্রা শুরু ১৯৯৮ সালে। এই পর্যন্ত তাঁদের প্রকাশিত অ্যালবামগুলো হলো ‘আমার পৃথিবী’ (২০০২), ‘উত্সবের পর’ (২০০৩), ‘আবার’ (২০০৮) ও ‘ব্ল্যাক’ (২০১১)। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।