চাঁদনি রাতে গ্রামের সরু মেঠো পথে হেটেিছ।
কখনও আগে কখনও পরে। যখন দু'জনে পরস্পরের হাতে স্পর্শ করেছি, আমি তখন আনন্দে ভেসেছি।
তুমিও খুশি হয়েছিলে, না হয় তোমার কোমল হাত আমার হাতে মিলিয়ে রাখতে না।
তোমার হাতে হাত রেখে সেদিন আমি হারিয়ে গেছি, স্বপ্নীল ধরার প্রকৃতির মাঝে।
যখন ব্রীজ পারে বসে ছিলাম, ঠিক তোমার মাথার উপর পূর্ণচাঁদকে দেখে তোমায় ভেবেছি।
চাঁদের সৌন্দর্যের কথা ভুলে কেবলই তোমার মুখাবয়ব দেখেছি।
আর নিজের অজান্তেই আখি যুগল সিক্ত করেছি।
চাঁদের রশ্মিতে ঐ ঝলমল বদন তোমার, মনের ক্যানভাসে তোমার ছবি এঁকে, তাই হৃদয় দেয়ালে টাঙ্গিয়ে রেখেছি।
ভেবো না আকস্মিক তোমায় বলবো, তুমি মানুষ নও কোন হুর।
আর যার পর নাই খুশি হয়ে আমার কথা ভাববে।
বরং তুমি পূর্নিমার চাঁদ আর হুর হতেও অনন্যা, তুমি ওদের তুলনার উর্ধ্বে।
ভাবতে পারো বাড়িয়ে বলছি, একটুও না। ফেরার পথে গ্রাম বাঙলার সেই সরু মেঠো পথ আর চাঁদের আলোতে হেটেছি।
পুন: পুন: বাহানার ছলে তোমার হাত ধরেছি।
প্রকৃিত মাঝে আজ নিজেকেই যেনো আবিষ্কার করেছি।
সত্যিই প্রকৃতি অনেক আশ্চর্য বয়ে বেড়ায়, তুমি হাসো তাই আমিও, আর তোমার বিরহে আমি কাঁদছি।
এরই নাম কি ভালোবাসা? এরই নাম কি বুকে লুকিয়ে থাকা একগুচ্ছ আশা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।