যুক্তরাষ্ট্রের ক্যারিশমাটিক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের ৫০তম বার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করল দেশটির জনগণ। শুক্রবার বিভিন্ন কর্মসূচি ও প্রার্থনার মধ্য দিয়ে কেনেডির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে মার্কিন নাগরিকরা। দিনের প্রথম প্রহরে ওয়াশিংটন ডিসির কাছে আর্লিংটন জাতীয় সমাধিস্থলে কেনেডির সমাধিতে শ্রদ্ধা জানান তার পরিবারের সদস্যরা। এ সময় কেনেডি পরিবারের শোকাহত সদস্যদের অশ্রুসিক্ত চোখ সমাধিস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন স্তরের লোকজন কেনেডির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। রাজধানী ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও অঞ্চলে কেনেডি স্মরণসভার আয়োজন করা হয়। কেনেডির আত্দার সম্মানে মোমবাতি প্রজ্বলন ও ঘণ্টাধ্বনি বাজানো হয়। এ ছাড়া হোয়াইট হাউস, ক্যাপিটলসহ সরকারি কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এর আগে, বুধবারই কেনেডির সমাধিতে শ্রদ্ধা জানান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ও সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।