আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষপূর্তিতে গণজাগরণ মঞ্চের কর্মসূচি ঘোষ

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রতিষ্ঠিত হওয়া শাহবাগের গণজাগরণ মঞ্চ আগামী ৫ ফেব্রুয়ারি এক বছর পূর্ণ করতে যাচ্ছে। এ দিনকে 'গণজাগরণ দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এ ছাড়া দিবসটি পালনে তিনদিনব্যাপী কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। তিনি বলেন, বছর ঘুরে আবারও আমাদের সামনে এসে হাজির হচ্ছে সেই ৫ ফেব্রুয়ারি। গত এক বছরের এই দীর্ঘ যাত্রায় আমাদের প্রাপ্তি ও প্রত্যাশার হিসাব-নিকাশ করা আবারও জরুরি। বর্ষপূর্তির ক্ষণে নিজেদেরকে আবারও উদ্দীপ্ত করার প্রত্যয় আর এ যাবৎকালের অর্জনগুলোকে মূল্যায়ন করাও খুব প্রয়োজন। বাংলাদেশের সব মানুষের এই বিষ্ময়কর ঐক্যবদ্ধ জাগরণকে স্মরণীয় করে রাখতে আমরা ৫ ফেব্রুয়ারিকে 'গণজাগরণ দিবস' হিসেবে ঘোষণা করছি। বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.