যুক্তরাষ্ট্রের চলমান আর্থিক সংকট এড়াতে দেশটির সরকারকে স্বল্প মেয়াদে ঋণ গ্রহণের পরিমাণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে রিপাবলিকান দল। সে প্রস্তাব নিয়ে তারা প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বিস্তারিত আলোচনা চালাচ্ছেন। আলোচনার আগে প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান নেতা জন বোয়েনার বলেন, এর বিনিময়ে বাজেট নিয়ে চলমান মতবিরোধ কমাতে আরও আলোচনায় বসতে হবে ওবামাকে। অন্যদিকে হোয়াইট হাউস মুখপাত্র জে কার্নি জানান, রিপাবলিকানদের প্রস্তাবিত চুক্তিতে কোনো ধরনের শর্ত না থাকলেই কেবল ওবামা তাদের চুক্তিতে সই করবেন। কর্মকর্তারা বলছেন, আগামী ১৭ অক্টোবরের মধ্যে ঋণ গ্রহণের সীমা বাড়ানো না হলে যুক্তরাষ্ট্র চরম সংকটে পড়বে। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রস্তাবিত স্বাস্থ্য সংস্কার কর্মসূচিতে অর্থায়ন না করতে দেশটির নতুন বাজেট আটকে দিয়েছেন রিপাবলিকানরা। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।