আমাদের কথা খুঁজে নিন

   

বিক্ষোভের মুখে আটক স্বর্ণ ব্যবসায়ীর মুক্ö

স্বর্ণালঙ্কার তৈরি কারখানায় ব্যবহৃত এসিডের লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানা নিয়ে গোপালগঞ্জ শহরে স্বর্ণপট্টিতে গতকাল তুলকালাম কাণ্ড ঘটেছে। স্বর্ণ কারিগর উজ্জলকে জরিমানা ও জেল দেওয়ায় প্রতিবাদে সব দোকান বন্ধ করে মালিক-কর্মচারীরা বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে আটক কর্মচারীকে ছেড়ে দিয়ে অতিরিক্ত পুলিশ পাহারায় ঘটনাস্থল ত্যাগ করেন সহকারী কমিশনার।

গোপালগঞ্জ স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুল আহসান হুসাইন জানান, বিষ্ণু জুয়েলার্সে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় দোকানের মালিক ছিলেন না। কর্মচারী উজ্জলকে তারা ৫ হাজার টাকা জরিমানা ও ৫ দিনের কারাদণ্ড দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় সমিতির পক্ষ থেকে আদালতের বিচারকের কাছে উজ্জলকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়। তিনি সিদ্ধান্তে অনড় থাকায় সব দোকান বন্ধ করে বিক্ষোভ করা হয়। পুলিশ জানায়, এ সময় বিচারক ও পুলিশদল একটি দোকানে আটকা পড়ে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.