আমাদের কথা খুঁজে নিন

   

এসএসসি পরীক্ষা প্রস্তুতি : বাংলা প্রথমপত্র

১. মীর মশাররফ হোসেন কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮২৭ সালে খ. ১৮৩৭ সালে

গ. ১৮৪৭ সালে ঘ. ১৮৫৭ সালে

২. মীর মশাররফ হোসেন কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯১০ সালে খ. ১৯১২ সালে

গ. ১৯১৪ সালে ঘ. ১৯১৬ সালে

৩. মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ রচনা কোনটি?

ক. গৌরী সেতু খ. গাজী মিয়ার বস্তানী

গ. বিষাদ সিন্ধু ঘ. উদাসীন পথিকের মনের কথা

৪. কোন ধরনের রচনায় মীর মশাররফ হোসেন বিশেষ কৃতিত্ব দেখান?

ক. কাব্যগ্রন্থ খ. উপন্যাস

গ. সাহিত্যরস ঘ. প্রবন্ধ

৫. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে?

ক. সৈয়দ মুজতবা আলী

খ. ইবরাহিম খাঁ

গ. মীর মশাররফ হোসেন

ঘ. কাজী নজরুল ইসলাম

৬. মৃত্যুর পূর্বে হাসান হোসেনের নিকট থেকে কিভাবে বিদায় গ্রহণ করলেন?

ক. করমর্দন করে খ. আলিঙ্গন করে

গ. সকরুণ নয়নে নিরীক্ষণ করে

ঘ. ক্রমন্দনের মাধ্যমে

৭. মৃত্যুর পূর্বে হাসান কার নিকট মার্জনা চাইলেন?

ক. হোসেনের নিকট খ. স্ত্রীর নিকট

গ. উপস্থিত সকলের নিকট

ঘ. হাসনে বানু ও জয়নবের নিকট

৮. 'সকলেই আজ্ঞাপালন করিলেন।'-কার আজ্ঞা?

ক. ইমাম হোসেন (রা.)-এর

খ. কাসেম- এর

গ. ইমাম হাসান (রা.)-এর

ঘ. হোসেনের- এর

৯. ইমাম হাসান নির্জনে কার সঙ্গে কথা বলছিলেন?

ক. ইমাম হোসেনের সঙ্গে

খ. জাএদার সঙ্গে

গ. জয়নাবের সঙ্গে ঘ. হাসনে বাণুর সঙ্গে

১০. 'আর্শীবাদ করি তুমি চিরজীবী হও।'- কে, কাকে আর্শীবাদ করলেন?

ক. ইমাম হাসান (রা.), সখিনাকে

খ. ইমাম হোসেন (রা.), কাসেমকে

গ. ইমাম হোসেন (রা.), জাএদাকে

ঘ. ইমাম হাসান (রা.), কাসেমকে

১১. 'সে আমাকে চিনিতে পারিল না।'- কে চিনতে পারল না?

ক. ইমাম হোসেন খ. জাএদা

গ. জয়নাব ঘ. হোসনেবাণু

১২. বিষপ্রদানকারীর প্রতি ইমাম হাসান (রা.) কী প্রকাশ করেছিলেন?

ক. ঘৃণা খ. ক্রোধ গ. আক্ষেপ ঘ. ক্ষোভ

১৩. 'ঈশ্বর তাহার বিচার করিবে।'-উক্তিটি কার?

ক. জাএদার খ. ইমাম হোসেনের

গ. ইমাম হাসানের ঘ. কাসেমের

১৪. 'আমি আপনার চির আজ্ঞাবহ দাস।'- এটি কার উক্তি?

ক. ইমাম হাসানের খ. জাএদার

গ. ইমাম হোসেনের ঘ. কাসেমের

১৫. 'চিরকিঙ্কর' শব্দের অর্থ কী?

ক. কিংকর দাস খ. দাসী

গ. চিরদাস ঘ. চিরদাসী

১৬. 'অপর্ূব ক্ষমা' গল্পে মূলত হযরত হাসান (রা.)-এর কোনটি প্রকাশিত হয়েছিল?

ক. দয়া ও দানশীলতা

খ. মানবীয় সকল গুণাবলি

গ. সাহস ও সংযম

ঘ. ঔদার্য ও ক্ষমাশীলতা

১৭. লেখকের কোন গ্রন্থ থেকে 'অপূর্বক্ষমা' গল্পটি সংকলিত হয়েছে?

ক. বিষাদ সিন্ধু খ. রত্নাবলী

গ. গাজী মিয়ার বস্তানী

ঘ. আমার জীবনী

১৮. 'অপূর্ব ক্ষমা' গল্পাংশটি মীর মশাররফ হোসেন রচিত' বিষাদ সিন্ধু' গ্রন্ধের মহররম পর্বের কত নম্বর প্রবাহ থেকে সংকলন করা হয়েছে?

ক. একাদশ খ. দ্বাদশ

গ. পঞ্চাদশ ঘ. ষোড়শ

১৯. 'অপূর্ব ক্ষমা ' গল্পাংশটি মীর মশাররফ হোসেন রচিত 'বিষাদ সিন্ধু' গ্রন্ধের কোন পর্ব থেকে সংকলিত?

ক. এজিদ বধ পর্ব খ. উদ্ধার পর্ব

গ. মহররম পর্ব ঘ. সমাপ্তি পর্ব

২০. ইমাম হোসেন কোথায় নিহত হয়েছিলেন?

ক. কুফায় খ. মক্কায়

গ. কারবালা প্রান্তরে ঘ. ইরাকে

২১. 'জাএদা কাঁদিয়াছিলেন কিনা তাহা কেহ লক্ষ্য করে নাই?'- উক্তিটি কার?

ক. আবুল কাসেমের খ. ইমাম হোসেনের

গ. লেখকের ঘ. ইমাম হাসানের

২২. মৃত্যু পথযাত্রী ইমাম হাসানের শেষ কথা কোনটি?

ক. চলিলাম খ. জাএদাকে সুখে রেখো

গ. সখিনার সাখে কাসেমের বিয়ে দিও

ঘ. বিষদাতাকে ক্ষমা করো

২৩. মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি?

ক. গোজীবন খ. জমিদার দর্পণ

গ. রত্নাবতী ঘ. বিষাদ সিন্ধু

২৪. হাসানের উজ্জ্বল চেহারা লেখক ফুটিয়ে তুলেছেন কোন রূপকের মাধ্যমে?

ক. জ্যোতির্ময় চন্দ বদন

খ. পূর্ণিমার চাঁদ

গ. প্রদীপ্ত সূর্য ঘ. মেঘাচ্ছন্ন দিন

২৫. হযরত মুহাম্মদ (সা.) যে দুটো ঘর দেখলেন তার রং ছিল?

ক. নীল বর্ণ ও হলুদ বর্ণ

খ. বেগুনি বর্ণ ও কালচে বর্ণ

গ. লোহিত বর্ণ ও সবুজ বর্ণ

ঘ. কমলা বর্ণ ও আকাশী বর্ণ

২৬. 'অপূর্ব ক্ষমা ' গল্পের মূল কথা কী?

ক. মানবজাতির মনে ক্ষমার আদর্শ প্রতিষ্ঠা করা

খ. ইমাম হোসেন- এর চরিত্র উপাস্থাপন করা

গ. ভ্রাতৃপ্রেম উপাস্থাপন করা

ঘ. ইমাম হাসানের চরিত্র ফুটিয়ে তোলা

২৭. 'অপূর্ব ক্ষমা' গল্পের সবচেয়ে ঘৃণিত চরিত্র কার?

ক. জাএদার খ. ইমাম হোসেনের

গ. ইমাম হাসানের ঘ. মুয়াবিয়ার

২৮. 'অপুর্ব ক্ষমা' কথাটির তাৎপর্য হচ্ছে-

i. অনেক ক্ষমা ii. যে ক্ষমার তুলনা নেই

iii. অভূতপূর্ব মহত্ত্ব

কোনটি সঠিক?

ক. i খ. iii গ. i ও iii ঘ. ii ও iii

২৯. মৃত্যুর পূর্বে শয্যা পাশে জাএদাকে একাকী ডেকে নিয়ে হাসান-

i. বিশ্বাস আর ভালোবাসার কথা স্মরণ করে দিয়েছেন

ii. ক্ষমা করার প্রতিশ্রুত দিয়েছেন

iii. পরকালে জাএদাকে মুক্ত করার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন

কোনটি সঠিক?

ক. i খ. i ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৩০. 'আমি তোমাকে ক্ষমা করিলাম'- ইমাম হাসানের উক্তির মধ্যে প্রকাশ পেয়েছে-

i. ভালোবাসা বোধ ii. অভিমান বোধ

iii. মাহাত্দ্য

কোনটি সঠিক?

ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. iiও iii

৩১. হাসান (রা.) ষড়যন্ত্রকারীদের শিকারে পরিণত হবার কারণ তার-

i. সহজ-সরল প্রাণ ii. দূরদর্শিতার অভাব

iii মানুষের প্রতি বিশ্বাস

কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i ও iii

৩২. 'অপূর্ব ক্ষমা ' গল্পে সখিনা কে?

ক. হোসেনের মেয়ে, হাসানের ভাতিজি

খ. আলীর মেয়ে, ফাতিমার নাতনী

গ. হাসানের মেয়ে, কাসেমের বোন

ঘ. হোসেনের মেয়ে, কাসেমের বোন

৩৩. 'অপূর্ব ক্ষমা' গল্পে কাসেম কে?

i. হাসানের ছেলে, সখিনার ভাই

ii. হোসেনের ভাতিজা, আলীর দৌহিত্র

iii. হোসেনের পুত্র, ফাতিমার নাতী

কোনটি সঠিক?

ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii

৩৪. 'আশীর্বাদ করি, সুখে থাক।'- এ আশীর্বাদ যে, যাকে আশীর্বাদ করেছেন-

i হাসান, জাএদাকে ii হোসেন,কাসেমকে iii. কাসেম, জয়নাবকে

নিচের কোনটি সঠিক?

ক.i খ. ii গ. iও ii ঘ, i, iiও iii

৩৫. 'বৎস আশীর্বাদ করি'- এ আর্শীবাদ হচ্ছে-

i. চিরজীবি হও ii. দীর্ঘজীবী হও

iii. বেঁচে থাক

কোনটি সঠিক?

ক. i খ. iii গ. i ও ii ঘ. ii ও iii

৩৬. ইমাম হাসান কার সমক্ষে প্রাণ ত্যাগ করলেন?

ক. হোসেনের সমক্ষে

খ. হাসনেবাণু, জয়নবের সমক্ষে

গ. কাসেমের সমক্ষে ঘ. সর্ব সমক্ষে

 

উত্তরমালা : ১.গ ২. খ ৩.গ ৪.গ ৫.গ ৬.খ ৭.ঘ ৮.গ ৯.খ ১০.ঘ ১১.খ ১২.গ ১৩.গ ১৪.গ ১৫.গ ১৬.ঘ ১৭.ক ১৮.ঘ ১৯.গ ২০.গ ২১.গ ২২.ক ২৩.ঘ ২৪.ক ২৫.গ ২৬.ক ২৭.ক ২৮.খ ২৯.ঘ ৩০.গ ৩১.ঘ ৩২.ক ৩৩.খ ৩৪.ক ৩৫.ক ৩৬.ঘ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.