আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যু নিয়ে, হুমায়ুন আহমেদ এর বিভিন্ন বই থেকে নেয়া কিছু লাইন




১- “মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না,এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছুই নেই। শেষ বিদায় নেয়ার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার। নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যা্য় না,যাওয়া উচিত নয়। এটা হৃদ্য়হীন ব্যাপার” .
- বইঃ দেবী (পৃষ্ঠা: ৪৮)

২- “মৃত্যু টের পাওয়া যায়। তার পদশব্দ ক্ষীন কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ”
- বইঃ তোমাকে (পৃষ্ঠা: ৬৩)

৩- “বেঁচে থাকার মতো আনন্দের আর কিছু নেই”
- বইঃ আগুনের পরশমনি (পৃষ্ঠা: ৯৭)

৪- “অসম্ভব ক্ষমতাবান লোকেরা প্রা্য় সময়ই নিঃসঙ্গ অবস্থায় মারা যায়”

- বইঃ আকাশ জোড়া মেঘ (পৃষ্ঠা: ২৭)

৫- “আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না”

- বইঃ মেঘ বলেছে যাব যাব (পৃষ্ঠা: ১৫৮)

৬- “মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না। আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য”
বইঃ অপেক্ষা (পৃষ্ঠা: ১৪৬)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.