লিখতে লাগে ভাল, তাই আমি লিখি। বিবর্ণ ঐ দেয়ালের দিকে তাকিয়ে ভাবছ কেন জীবনটা গেছে হারিয়ে এখন সময় আছে উঠে দাড়াবার শক্ত করে হালটা ধরার এখনি ভুলের খাতা ফেলে সুর্যটাকে নাও নিজের মত জ্বালিয়ে চাঁদটাকে করে কুপোকাত শেষ করো এই আধাঁর রাত অন্ধকার ঐ আকাশ যদি ডাকে আবার বলে দিও তোমার এখন সময় যুদ্ধে যাবার যদি চাঁদ ছড়ায় জোছনার জাল সরিয়ে দিও চাঁদকে এনো সুর্যোদয়ের লাল হয়তো রাতের আকাশ দেবে ডাক দেখিয়ে দিও তাকে সকাল বেলার কাক যদি আসে অন্য জগতের হাতছানি তবে সরিয়ে দিও মুখোশ করো মানহানি এবার তোমার কন্ঠ তল জাগিয়ে চিৎকারে ডাক ওদের যারা যাচ্ছে হারিয়ে একসাথে সবাই গেয়ে এই গান হতাশা কে জানাও আজ নেই তার স্থান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।