পণ্ডিত উদয় ভাওয়ালকর অারেকটু বেশি সময় নিলে আরো ভালো লাগত। হরিপ্রসাদ চৌরাশিয়ার ফুসফুসে এই বয়সেও এত শ্বাস-শক্তি লুক্কায়িত অাছে কী করে! ওস্তাদ জাকির হোসেনের পর পণ্ডিত স্বপন চৌধুরীর তবলার বোলে রাত কেটে গেল। পণ্ডিত শিব কুমার শর্মা সন্তুর...তৃতীয়রাত কেটে গেল অবিরাম সুরধ্বনিতে। ক্লান্তিহীন আমার প্রাণ, ইনজুরড হার্টের চিকিৎসা চলছে। আর কত প্রিয়জনের সঙ্গে দেখা হচ্ছে ঢাকা আর্মি স্টেডিয়ামে, ধ্রুপদী সঙ্গীত উৎসবে। বেঙ্গলের অাজ শেষ রাত। যাব। সারারাত জেগে-জেগে কেবল মুগ্ধতাই নয়, শিখবারও অনেক...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।