বেঙ্গল ফাউণ্ডেশনের আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হলো ৪ দিনব্যাপী বার্ষিক বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আর্মি স্টেডিয়ামে এ উৎসব উদ্বোধন করা হয় ।
অনুষ্ঠানের শুরুতে ৬০ জন শিল্পী অভিনয় ও নাট্যকৌশলের মাধ্যমে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিক অভিযাত্রা তুলে ধরেন। এরপর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব-২০১৩' এর মূল অনুষ্ঠান শুরু হয়। বিশাল কৃষ্ণের সঙ্গে সেতারে ছিলেন জয়ন্ত ব্যানার্জী, কণ্ঠ দিয়েছেন দেবাশীষ সরকার এবং তবলায় কুশল কৃষ্ণ।
বিশাল কৃষ্ণের পরিবেশনা শেষে তাকে উৎসব স্মারক তুলে দেন বাংলাদেশের নৃত্যশিল্পী মিনু হক।
কত্থক নৃত্য পরিবেশনের পর রাত ৮টা ৩৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব উদ্বোধন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের মান্যবর হাইকমিশনার পঙ্কজ শরণ, স্কয়ার গ্রুপের পরিচালক ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং আইটিসি সংগীত রিসার্চ অ্যাকাডেমির নির্বাহী পরিচালক রবি মাথুর। উৎসব আয়োজনের সহযোগিতায় রয়েছে কলকাতার আইটিসি সংগীত রিসার্চ অ্যাকাডেমি।
উৎসবটি বিশিষ্ট চিন্তাবিদ জ্ঞানতাপস অধ্যাপক আব্দুর রাজ্জাককে (১৯১২-৯৯) উৎসর্গ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অধ্যাপক আব্দুর রাজ্জাকের জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক আনিসুজ্জামান এবং অধ্যাপক রাজ্জাকের ভ্রাতৃবধূ বিশিষ্ট সমাজসেবক মমতাজ খালেক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেত্রী অপি করিম, হাসান আবিদুর রেজা জুয়েল এবং কৌশিক শংকর দাস।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।