আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় দিবসের নাটকে শমী

শমী কায়সার- অভিনয়ে এক সময়ের উজ্জ্বল নক্ষত্র। এখনো মলিন হননি। দর্শক চাহিদা তুঙ্গে। তবুও অভিনয় থেকে দূরে আছেন। ব্যস্ত নিজের প্রতিষ্ঠান ধানসিঁড়ি নিয়ে।

শত ব্যস্ততার মাঝেও তিনি অভিনয় করতে যাচ্ছেন বিজয় দিবসের বিশেষ নাটকে। নাটকের শিরোনাম 'কৃষ্ণপক্ষের যুদ্ধ'। এটি রচনা ও পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। নাটকে অভিনয়ের ব্যাপারে শমী কায়সারের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে গেছে নির্মাতার। এখন শুধু শুটিং শিডিউল দেবেন অভিনেত্রী।

তার শিডিউল অনুযায়ীই শুটিং শুরু হবে।

নির্মাতা রনি বলেন, 'শমী আপা নাটকের গল্প পছন্দ করেছেন। অভিনয়েও রাজি হয়েছেন। আজকালের মধ্যে শুটিংয়ের ডেট দেবেন। ' শমীকে অভিনয়ে রাজি করানো প্রসঙ্গে তিনি বলেন, 'আপা তো অভিনয় করতেই চান না।

কিন্তু আমার নাটকে তাকে খুব প্রয়োজন ছিল। চরিত্রটিতে তাকে সবচেয়ে ভালো মানাবে। সব খুলে বললাম, শুনে তিনি রাজি হলেন। রাজি হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ, নাটকটি মুক্তিযুদ্ধের। শুধু তাই নয়, নাটকের গল্পের সঙ্গে তার বাস্তবজীবনের আবেগ জড়িয়ে গেছে।

' 'কৃষ্ণপক্ষের যুদ্ধ' নাটকের গল্পে শমী কায়সারকে দেখা যাবে একজন শহীদ বুদ্ধিজীবীর মেয়ের চরিত্রে অভিনয় করতে। গল্পে দেখা যাবে-শমী কায়সার একজন লেখিকা। রাজাকার-আলবদরদের হাতে নিজের বাবা শহীদ হওয়ার দুঃখবোধ তার মধ্যে খুব বেশি। একদিন তাকে একজন বিশাল বিত্তশালী প্রস্তাব দেন নিজের আত্দজীবনী লিখতে। আর এটি লিখতে তিনি পাবেন ৪০ লাখ টাকা।

লেখিকা অবাক হন, এত টাকা কেন দেওয়া হবে তাকে! জানা যায়, এই বিত্তশালী লোকটি মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিলেন। তাই তার আত্দজীবনীতে ওই অংশটুকু বাদ দিয়ে লিখতে হবে। আর লেখিকাকে দিয়ে লেখানোর কারণ, তিনি শহীদ বুদ্ধিজীবীর মেয়ে। তিনি যদি লেখেন তার শহীদ বাবার বন্ধু ছিলেন এই বিত্তশালী, তাহলে তার ইমেজ ক্লিন হয়। রাজি হন না লেখিকা।

এদিকে তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। প্রচুর টাকা দরকার। কী করবেন তিনি? নাটকে বিত্তশালীর চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান এবং শমী কায়সারের স্বামীর চরিত্রে থাকবেন মাজনুন মিজান। শমী কায়সার গত ঈদের একটি নাটকেও অভিনয় করেছিলেন। নাটকটি নির্মাণ করেছিলেন আলভী আহমেদ।

শিরোনাম ছিল 'প্যারালাল ইমেজ'।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.