সীমান্তে মানুষ হত্যা বন্ধ কর
জাতির শিক্ষিত সন্তান ও Intellectuals দের জন্য সুসংবাদ। মাল্টি-ন্যাশনাল কোম্পানিগুলিতে উচ্চ-বেতনের “ঝব” করার জন্য আপনাদের কষ্ট করে দেশের বাইরে যাবার দরকার পড়বে না। কারণ “TIKFA” এর কল্যানে এক ঝাক মাল্টি-ন্যাশনাল কোম্পানি আমাদের দেশেরই বিভিন্ন খাতে (সেবা, প্রযুক্তি, ঔষধ ইত্যাদি) আস্তানা গাঁড়তে আসছে। Rejoice… সেই জন্যই হয়তো বা TIKFA এর বিরুদ্ধে আপনারা কোন আওয়াজ তোলেন নি।
জাতি এই ভুমিকে আপনাদের হাতে তুলে দিয়েছিল আপনাদের “মেধা” দিয়ে জাতিকে আলোর পথ দেখাবেন, এই আশায়।
সেই মেধার মুল্যয়ন আপনাদের কাছে শুধুই উচ্চ-বেতনের “ঝবের” মধ্য সীমাবদ্ধ থাকায় জাতির কল্যানে “TIKFA” এর বিরুদ্ধে আপনারা দাঁড়াতেই পারলেন না।
~ভুলে যাবেন না ইস্ট ইন্ডিয়া কম্পানীর কথা।
~ভুলে যাবেন না তাদের সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ ও সীমাহীন শোষণের কথা।
~ভুলে যাবেন না সেই শোষণের বিপক্ষে যারা প্রতিবাদ করেছিল, তাদের সাথে তারা কেমন ব্যাবহার করেছিল।
~তারা Law Make করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদেরই বিরুদ্ধে ব্যাবহার করেছিল।
কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। “TICFA” তো স্বাক্ষরিত হয়েই গেল। আপনারা ইতিহাস মনেই করতে পারলেন না আপনাদের শখের ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে। এখন কীসের জন্য নিজেকে প্রস্তুত করবেন???
~ মাল্টি-ন্যাশনাল কম্পানীতে ইন্টারভিউ??? নাকি
~ গন-আন্দোলন???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।