আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!
অনেকদিন পর আজ "আবাদী" শব্দটা খুব মনে পড়ছে। সিলেটে যাদের বাড়ি না অথচ সিলেট থাকে, সিলেটিরা তাদের "আবাদি" বলে। সিলেট থাকার সময় এই শব্দটা খুব শুনেছি। এটা এক প্রকার গালি বিশেষ।
জাফর স্যার অন্যায়ের কাছে মাথা নত করেন নাই।
স্যার, আপনার জন্য আমরা আছি। পুরো দেশে ছড়িয়ে থাকা শাবির সাবেক শিক্ষার্থীরা আছি আপনার সঙ্গে।
কে "আবাদী" আর কে " আবাদী" না তা ভাবার সময় নেই। সিলেটী নন সিলেটী সবাই এক হোক। আওয়াজ তুলুন, জাফর স্যার শাবি'র ছিলেন, আছেন এবং থাকবেন।
এই বিষয়ে কোন আপোস নেই। গর্জে উঠো সকল সাস্টিয়ান। । । গর্জে উঠো আবারো।
। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।