আমাদের কথা খুঁজে নিন

   

নিরীহ গরীব জনগনকে মাফ করে দিয়ে তারপর না হয় আপনারা রাজনীতি করেন ।



আজ সাড়া দেশে আন্দোলনের নামে যে সহিংসতা, জনগণের ভোগান্তি আর মানুষ খুনের মহোৎসব চলছে তার জন্য রাজনীতিবিদগন এবং তাদের ডেমকেয়ার ভাব দায়ী। তাদের একরোখামীর খেসারত আজ আমরা সাধারণ জনগন দিতেছি । এমন সব রাজনীতিবিদদের বিচারের কাঠগড়ায় দাড় করানো উচিৎ । তাদের অপরাধের কোন দিন কোন বিচার হয় না যার কারনে সিএনজি চালক সাবেদ আলীর গায়ে তারা পেট্রোল ঢেলে গোসল করিয়ে শরীরে আগুন দিয়ে দিলো(টেলিভিশন সাক্ষাতকারে সাবেদ আলীকে বলতে শুনেছি) তারপর তার সিএনজিটি পুড়িয়ে দিতে পারলো । এই অন্যায় অবিচারের বিচার তাদের একদিন না একদিন হবে । এই দুনিয়াতে যদি নাও হয় তবে আখেরাতে হবে । সিএনজিওয়ালার পরিবারকে যতটুক কষ্টভোগ করিতে হইল, যতটুক ক্ষতিগ্রস্ত হইতে হইল, যতটুক মানসিক যন্ত্রনা সিএনজিওয়ালার পরিবারকে ভোগ করিতে হইল ততটুক যন্ত্রনা যদি রাজনীতিবিদদের পরিবারকে ভোগ করিতে হইত তবে তাহারা বুঝিতে পারিত রাজনীতির নামে আমরা যা যা করিতেছি তা অন্যের জন্য কতটা নির্মম । নুন্যতম বিবেক থাকিলে একটা মানুষ(রাজনীতিবিদ) এমন অমানুষের মত কাজ করিতে পারে না ।নিরীহ গরীব জনগনকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়ে তারপর না হয় আপনারা রাজনীতি করেন; তারাতো আপনাদের কথা মত চুপ চাপ ভোট দিয়ে বসায় চলে যায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।