আমাদের কথা খুঁজে নিন

   

কে হচ্ছেন টাইম ম্যাগাজিনের 'পার্সন অব দ্য ইয়ার'

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন টাইম ২০১৩ সালের 'পার্সন অব দ্য ইয়ার'-এর শর্টলিস্ট প্রকাশ করেছে। বিশ্বের ৪২ জন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের তালিকার মধ্যে রয়েছে দেশপ্রধান, উদ্যোক্তা ও শোবিজ তারকাদের নাম। এছাড়াও আলোচিত অনেক ব্যক্তিত্বও স্থান পেয়েছেন তালিকায়।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, পোপ ফ্রান্সিসের পাশাপাশি তালিকায় স্থান করে নিয়েছেন মালালা ইউসুফজাই এবং বৃটিশ রাজপরিবারের নতুন সদস্য প্রিন্স জর্জ।

এশীয়দের মধ্যে রয়েছেন- জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানি।

এছাড়াও রয়েছেন অনলাইন কেনাবেচার প্রতিষ্ঠান আমাজন প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজস, মিশরের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি, হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি, মাইলি সাইরাস ও আরও অনেকে।

প্রতিবারের মত এবারও টাইম-এর সম্পাদকমণ্ডলী বেছে নেবেন যোগ্য প্রার্থীকে। ম্যাগাজিনের পাঠকরাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে অনলাইনে। ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট ভোটদানের শেষ সময়। পাঠকদের ভোটে নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা হবে ৬ ডিসেম্বর।

আর টাইম এর পার্সন অব দ্য ইয়ার ঘোষিত হবে ১১ ডিসেম্বর।

গতকাল পর্যন্ত পাঠকদের ভোটে এগিয়ে আছেন এডওয়ার্ড স্নোডেন (৭২% ভোট)। এর পরেই রয়েছেন বাশার আল আসাদ, ভারতের আলোচিত বিজেপি নেতা নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।