আমাদের কথা খুঁজে নিন

   

খেলা থামিয়ে হেলিকপ্টারে চড়লেন বিসিবি সভাপতি

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চলছে সিজেকেএস কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট। খেলায় অংশ নিচ্ছে ৮টি দল। টি-২০ বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট অনেক সহায়ক হবে মুশফিকুর রহিমদের জন্য। অথচ টুর্নামেন্ট শুরুর দিন বিতর্ক ছড়ালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি উদ্বোধনী ম্যাচ থামিয়ে হেলিকপ্টারে চড়ে মাঠ ছাড়েন।

সঙ্গে ছিলেন বিসিবি পরিচালক আকরাম খানও।

২৫ নভেম্বর শুরু হয় কর্পোরেট টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে অংশ নিয়েছিল অজি অ্যান্ড বেনেট ও বনফুল ডিয়ার। টুর্নামেন্টের উদ্বোধন করতে দুপুর ১টায় হেলিকপ্টারে চড়ে আসেন বিসিবি সভাপতি ও দুই পরিচালক আকরাম ও আ জ ম নাসির। খেলা শুরু হয় পৌনে ২টায়।

খেলায় প্রথম দল যখন ব্যাটিং করছিল, তখন ১৭ ওভারের সময় আয়োজকরা খেলা থামিয়ে দেন। খেলা থামিয়ে দেওয়ার কারণ ছিল মাঠে হেলিকপ্টারের অবতরণ। হেলিকপ্টার মাঠে নামার পর তাতে চড়ে বিসিবি সভাপতি মাঠ ছাড়েন। এর আগেও মাঠে হেলিকপ্টার নেমেছে। কিন্তু খেলা বন্ধ রাখার নজির নেই।

খেলা বন্ধ রেখে হেলিকপ্টারে চড়ার নজির স্থাপন করেন বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি। তাকে আনা-নেওয়ার জন্য হেলিকপ্টার সরবরাহ করে টুর্নামেন্ট আয়োজক কমিটি। ভাড়া বহন করে পিএইচপি গ্রুপ। খেলায় ৮ দলের আট আইকন ক্রিকেটার-মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা ও মুমিনুল হক সৌরভ।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.