আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ হত্যার দায় খালেদা জিয়াকে নিতে হবে

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে গতকাল রাজধানীতে প্রতিবাদ মিছিল সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকাল থেকেই মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও পাড়া-মহল্লায় মিছিল সমাবেশ করতে থাকেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির উদ্দেশে বলেন, বিরোধী দল তফসিল ঘোষণার পর হামলা-অবরোধের নামে গাড়ি ভাঙচুর, অগি্নসংযোগ করছে, মানুষ হত্যা করছে।

এর দায়দায়িত্ব বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকেই নিতে হবে।

বিরোধী দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সর্বদলীয় সরকার গঠন করা হয়েছে। তারপরও এই সর্বদলীয় সরকারে বিএনপির অংশগ্রহণ করার সুযোগ আছে। তাই সর্বদলীয় সরকারে অংশগ্রহণ করুন। নির্বাচনে আসুন। না হলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ কুমার রানার সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের সহ-সম্পাদক বলরাম পোদ্দার, কৃষক লীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, ড. সিদ্দিকী, আবদুস সামাদ আজাদ প্রমুখ।

অন্যদিকে সকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবরোধ বিরোধী মিছিল-সমাবেশ করেছে কাফরুল থানা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলটি মিরপুর-১ ও ২, শাহ আলী ঘুরে আবার ওই স্থানে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন আবুল বাশার, এসএম জাহিদ, এম সাইফুল্লাহ শফিউল, মাইনুল হাসান খান নিখিল, জামাল মোস্তফা, সরদার এম আনোয়ার প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.