আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে ৪ মামলা: আমীর খসরু, মীর নাছির আসামি

এর মধ্যে নগরীর কোতোয়ালি, চকবাজার, পাহাড়তলী ও আকবর শাহ থানা পুলিশ দিনটি মামলা করেছে। আর টেম্পো উল্টে চালক নিহত হওয়া ঘটনায় তার ভাই বাদি হয়ে কর্ণফুলী থানায় দায়ের করেছেন একটি হত্যা মামলা। নগরীর আলমাস সিনেমা মোড় ও চট্টেশ্বরী মোড়ে অটোরিকশায় অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় কোতোয়ালি ও চকবাজার থানায় করা মামলায় নগর বিএনপির সভাপতি ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেনকে আসামি করা হয়েছে। চকবাজার থানার ওসি আতিক আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার অবরোধের মধ্যে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আমীর খসরু, গোলাম আকবর, মীর নাছির, ডা. শাহদাতসহ যুবদল ও ছাত্রদলের ৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরো অনেককে আসামি করেছেন মামলার বাদি এসআই শিবেন। (বিস্তারিত আসছে)

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.