সব দোষ নন্দঘোষ........।
ব্রিটিশ-ভারতের রাজধানী যখন কলকাতায় তখন সাহেবরা গরমকালটা কাটিয়ে দিতে খুজে বের করেছিলেন হিমালয়ের কোলে পাহার-কন্যা দার্জিলিং। ঢাকা থেকে উত্তরবঙ্গের বুড়িমারি সীমান্ত, প্রাত:রাশ সম্পন্ন করে ইমিগ্রেশনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তির সঙ্গে সম্পন্ন করে নিন ভ্রমণ কর ও কাস্টমসের সব প্রক্রিয়া। ওপারে ভারতের চেংড়াবান্ধা একই ভাবে এখানেও সম্পন্ন করে নিন আপনার ইমিগ্রেশন ও কাস্টমসের সব প্রক্রিয়া। আপনার বহনকৃত ইউএস ডলার চ্যাংড়াবান্দায় অবস্থিত সরকার অনুমোদিত ডিলারদের কাছ থেকেই ভারতীয় মুদ্রায় পরিবর্তন করে নেবেন।
চ্যাংড়াবান্দা থেকে সরাসরি ময়নাগুড়ির বাস ধরে দেড় ঘন্টায় পৌছে যাবেন শীর্ষেন্দু-সমরেশের উপন্যাসখ্যাত শিলিগুড়ি জিপ স্টেশন। ভাড়া জনপ্রতি ৭০ রুপি। সেখান থেকে ১২০ রুপির বিনিময় সংগ্রহ করুন দার্জিলিং গামী যাত্রীবাহী টাটা সুমোর টিকিট। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথ দু-তিনটি, তবে সরাসরি দার্জিলিং গেলে জিপগুলো তেনজিং নোরগে সড়ক দিয়েই যায়। মাঝখানে আরেক দর্শনীয় শহর কার্সিয়ং পেরিয়ে মাত্র আড়াই ঘন্টায় পৌছে যাবেন মেঘের দেশ স্বপ্নিল ভুবনের দার্জিলিং।
পুঞ্জীভূত মেঘের কণা ভেদ করে আকাবাকা পথের ধারে পুরো দার্জিলিং শহরে রয়েছে অসংখ্য আবাসিক হোটেল। এর মধ্যে উল্লেখযোগ্য হোটেলে প্রতিদিনের থাকা এবং খাওয়াসহ জনপ্রতি ভাড়া প্রায় ৮৫০-১২০০ রুপি।
দর্শনিয় স্থান:
১। ঘুম: দেখার জন্য পৃথিবীর সবচেয়ে উচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন “ঘুম”
২। টাইগার হিল: সমুদ্র-পৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উচুতে পাহাড়ের চূড়া থেকে অপূর্ব সুন্দর সূর্যোদয় দেখা।
৩। পৃথিবীর বিখ্রাত প্রার্থনা- স্থান ঘুম মোনাস্ট্রি। ছবির মতো অপূর্ব সুন্দর সৃতিসৌধ,
৪। বাতাসিয়া লুপ বিলপ্ত প্রায় পাহাড়ি বাঘ Snow Lupard খ্যাত দাজিলিং চিড়িয়াখানা।
৫।
পাহাড়ে অভিযানের শিক্ষাকেন্দ্র হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট।
৬। সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী তেনজিং রক এর সৃতিস্তম্ভ।
৭। কেবল কারে করে প্রায় ১৬ কিলোমিটার এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ভ্রমণ।
৮। হ্যাপি ভ্যালি টি গার্ডেনে বসে তাৎক্ষনিকভাবে পৃথিবীখ্যাত ব্লাক টি পানের অপূর্ব অভিজ্ঞতা। যুদ্ধবিধ্বস্ত শরণর্থী কেন্দ্র তিব্বতিয়ান সেলফ সেন্টার।
৯। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৮০০০ ফুট উচুতে অবস্থিত মনোরম খেলাধুলার স্থান দার্জিলিং গোরখা স্টেডিয়াম।
১০। নেপালী জাতির স্বাক্ষর বহনকারী দার্জিলিং মিউজিয়াম।
১১। পৃথিবীর বিখ্যাত বৌদ্ধ বিহার জাপানিজ টেম্পল ব্রিটিশ আমলের সরকারি নিয়ন্ত্রণ কেন্দ্র কাউন্সিল হাউস লাল কুঠির অসাধারণ শৈল্পিক নিদর্শণ খ্যাত আভা আর্ট গ্যালারি।
১২।
শতবর্ষের প্রাচীন মন্দির দিরদাহাম টেম্পল।
সংগৃহীত...।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।