আমাদের কথা খুঁজে নিন

   

উন্নয়ন যেখানে আতঙ্কের নাম!

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

শাসকশ্রেণি যখন আমাদেরকে উন্নয়নের কথা বলে, সত্যি কথা বলতে কি তখন আমার ভেতর একধরণ আতঙ্ক তৈরি হয়। দেখুন না: ঢাকা শহরের ৮৫ভাগ রাস্তা দখল করে আছে প্রাইভেট গাড়ী , অথচ এগুলো ব্যবহার করে মাত্র ৫ভাগ মানুষ। এই প্রইভেট গাড়িগুলোকে নিয়ন্ত্রন করা গেলেই হাজার হাজার কোটি টাকার শ্রম ঘন্টা বেঁচে যায়। জামজট আর থাকে না, বিপুল পরিমাণ জ্বালনি আমদানিরও আর প্রয়োজন পড়ে না। অথচ তারা বড়লোকদের স্বার্থের কথা চিন্তা করে, প্রইভেট গাড়ির উপর নিয়ন্ত্রন না করে, জনগণের টাকা দিয়ে ফ্লাইওবার বানায়। আবার ফ্লাইওবার দিয়ে চলাচল করে বড়লোকদের প্রইভেট গাড়িগুলোই। যখন বিদ্যুৎ উৎপাদনের কথা বলে, তখন এক লাফে বিদ্যুৎতের দাম বেড়ে যায় ৫/৭গুণ অথচ লোড সেটিং কমে না এক ফোটাও। বরং শুনতে পাই, দেশি বিদেশি মুনাফাখোরদের পকেট ভারি করতেই বিদ্যুৎউৎপাদনের নামে হরিলুঠ শুরু হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।