বৃহস্পতিবার সন্ধ্যায় ওই অনুষ্ঠানে পাকিস্তান ও ভারতের দুটি গানের দলের সঙ্গে এলআরবিও ২০ মিনিটের একটি পরিবেশনায় অংশ নেবে বলে ঢাকায় ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন।
ভারতে প্রেসিডেন্ট হাউসে প্রতিবছরই সেদেশের বিখ্যাত সব ধ্রুপদী গানের শিল্পীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান হয়ে থাকে।
সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমকে (ইন্ডিয়ান এক্সপ্রেস) বাচ্চু বলেন, প্রেসিডেন্ট ভবনে গান গাওয়ার সুযোগ পাওয়া তার দলের জন্য সত্যিই একটি সম্মান ও গৌরবের বিষয়।
ভারতীয় দূতাবাস জানায়, ভারত সরকারের আমন্ত্রণে শিল্পী আইয়ুব বাচ্চুর নেতৃত্বে একটি দল এখন ওই দেশ সফরে আছে। তারা ২৬ থেকে ৩০ নভেম্বরব্যাপী সাউথ এশিয়ান ব্যান্ড ফেস্টিভ্যাল-২০১৩ তে অংশ নিয়েছেন।
সংগীত উৎসবে অংশ নেওয়া দলের মধ্যে অল্প কয়েকটি দল প্রেসিডেন্ট ভবনে পরিবেশনার সুযোগ পাচ্ছে।
দেশের সংগীতজগতে এলআরবির খ্যাতি অনন্য। রক শিল্পী আইয়ুব বাচ্চু ১৯৯১ সালে ওই দল গঠন করেন। তিনিই এলআরবির মূল ভোকালিস্ট এবং গিটারিস্ট হিসেবে আছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।