আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপ নয়, সন্ধি হবে

ইকোনোমিস্ট

এ মহুর্তে থাইল্যান্ডেও সরকার পতনের আন্দোলন চলছে; সেটার দিকে লক্ষ্য করুন, আর আমাদেরটার সাথে তুলনা করুন: আমাদেরটা যুদ্ধ; যুদ্ধের মাঝে 'সংলাপ' হয় না, হয় সন্ধি। শেখ হাসিনা পুত্র জয় বলেছে যে, বিচ্ছিন্নভাবে 'সংলাপ' চলছে: কে কার সাথে সাংলাপ চালচ্ছে, কোন বিষয়ের উপর, জাতিকে জানানো হচ্ছে না কেন? সংলাপ হতে হলে জাতিকে তা জানাতে হবে: জাতির নির্বাচিত ৩০০ প্রতিনিধিকে রাখতে হবে, তারেক জয় সংলাপ নয়, সেটা সন্ধি; শেখ হাসিনা ও খালেদা বেগমের মাঝে কথা হলে সেটা সন্ধি, সংলাপ নয়। শেখ হাসিনা কি আওয়ামী লীগের হয়ে কথা বলছেন, নাকি সরকারের হয়ে কথা বলছেন? বিএনপি'র অবরোধ কার বিরুদ্ধে, আওয়ামী লীগ নাকি সরকারের বিরুদ্ধে? এত মানুষ মরার পর, এত মানুষ পোড়ানোর পর, এত মানুষকে পংগু করার পর, এত যান বাহন পোড়ানোর পর, এট রেল ধংসের পর, এখন সংলাপের পথ খোলা নেই; এখন নির্বচনের পরিবেশ নেই: এখন শক্তিই ভরসা, যারা জয়ী হয়ে বের হতে পারে: এটা দীর্ঘ মেয়াদী পলাশীর যুদ্ধ; এখানে কোন সংলাপের সুযোগ আর নেই, পারলে শেখ হাসিনা ও খালেদা বেগম সন্ধি করুক, এতে মানুষের প্রতিনিধিত্ব নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।