বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
চট্টগ্রামের সাবেক মেয়র মীর নাছির বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।
মীর নাছিরের সঙ্গে ওই মামলার আসামি বিএনপির গোলাম আকবর খোন্দকারকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করে পুলিশ।
ওই মামলায় চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীও আসামি। তার বাড়িতে বুধবার রাতে পুলিশ তল্লাশি চালায়, তবে তাকে পায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।