খুব নিন্ম মানের পচা কিছু লিখি হয়তো বা, আসলে সত্যি বলতে কি পাগলের প্রলাপ ছাড়া অন্য কিছু লিখিনা আমি
খুব সহজ সরল একটা জীবন
খুব সহজে অনুমেয় কিছু বাক্য
তাতে নেই কোনো ব্যাকরণ
কিছু স্বরবর্ণের সাথে
কিছু ব্যাঞ্জনবর্ণের মিশ্রন
তাতে নেই বুঝিবার কোনো উপকরন
কিছু আশা সাথে তার সংক্ষিপ্ত ভাষা
তাতে আছে কিছু চলিত রুপ
মাঝে মাঝে সাধু আবার রেগে যায় খুব
কিছু শব্দের সন্ধি ঠিক কোথায় যেনো বন্দি
জানেনা তাহা সমাস
এই করিয়া চলিয়া গেলো ১২ টি মাস
একটি দুটি পড়িয়া পাতা
জীবন টা যেনো স্বর্গীয় খাতা
সুখের পর দুঃখ আর
দুঃখের পরে সুখ
এই করিয়া কাটিয়া গেলো পুরা একটি যুগ
গনিত খাতায় এবার তাদের জোগের মিলন
সব কিছুতেই শুন্য আসে বিয়োগে ফলন
ছাত্র জিবনের অঙ্ক দেখে হাসেন হৃদয় মশায়
এই করিয়া যৌবন গেলো প্রেমের আশায়
লাভের খাতায় লস হলো সব
লসের খাতায় লাভ
ঠিক তখন কি করে যেনো ফেলে জিবনে
সমাজের প্রভাব
এবার তবে বুঝেই গেলো প্রেম নহে ধর্ম
ভালোবাসা নামক অদ্ভুত একটা ব্যাপার
সমাজের ই জন্ম দেওয়া কম্ম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।