সবার উপর ডাউনলোড সত্য, তাহার উপর নাই!
অন্তর্জাল দুনিয়ায় আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রিলিজ পেতে যাচ্ছে আমার বানানো প্রথম ওয়েবসাইট। এবার এক নজরে সাইটটির প্রধান ১০ বৈশিষ্ট্য দেখে ফেলা যাকঃ
১. সবধরণের টিভি সিরিজের বি-শা-ল কালেকশন;
২. এক ক্লিকেই এক সিজন ডাউনলোড। নো খুচরা অনলি পাইকারি!
৩. পরিস্কার অডিও+ ঝকঝকে এইচডি কোয়ালিটির ভিডিও [HDTVrip]
৪. প্রতিটা সিজনের সাইজ তিন-চার গিগাবাইটের মধ্যে থাকবে;
৫. ফ্রি ডাউনলোডেও আইডিএম দিয়ে সর্বোচ্চ স্পিড পাওয়া যাবে;
৬. ডাউনলোডের লিংকগুলায় রিজিউম সুবিধা থাকবে যাতে দুই-তিনদিন ধরে সুবিধামত ডাউনলোড করা যাবে;
৭. সাইটের ডানে-বামে, চিপায়-চাপায় বিরক্তিকর বিজ্ঞাপণ নেই। আর এডফ্লাই-এর মত লিঙ্ক রিডিরেক্টর কিংবা পপ-আপ থাকবেনা;
৮. প্রতিটা শো’র কাহিনী-সংক্ষেপ আর আইএমডিবি রেটিং দেয়া থাকবে;
৯. সাইটে রিকোয়েস্ট সেকশন থাকবে। কোন নির্দিষ্ট টিভিশো চাহিবামাত্র আপলোডে বাধ্য থাকিব;
১০. ফেসবুকের গ্রুপের মাধ্যমে আপলোডকৃত নতুন টিভি সিরিজের খোঁজ পাওয়া যাবে। সাইটে প্রতিদিন ঢুঁ মারার প্রয়োজন পড়বেনা।
আর কিছু কি চাই? ঝেড়ে কাশুন ..টাইম শর্ট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।