এবার ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি তথা পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক কুমার গাঙ্গুলি'র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠল। এক মহিলা আইনজীবী তাঁর বিরুদ্ধে অভিযোগ করে বলেন গত বছরের ডিসেম্বর মাসে অশোক কুমার গাঙ্গুলির অধীনে ইন্টার্নশিপচলাকালীন তাঁকে যৌন হেনস্থার শিকার হতে হয়।
দিল্লিতে অবস্থান কালে এক হোটেলে অশোক কুমার গাঙ্গুলির হাতে ওই যৌন হয়রানির শিকার হতে হয় বলে নিজের ব্লগে অভিযোগ করেছেন ওই মহিলা আইনজীবি।
অভিযোগকারিণী ওই মহিলা আইনজীবী বলেন এটা খুবই লজ্জার যে, একজন দাদুর বয়সী এক বিচারপতির কাছে যৌন হেনস্থার শিকার হতে হল'। ওই মহিলার আইনজীবীর অভিযোগের ভিত্তিতে সাবেক বিচারপতির বিরুদ্ধে তিন সদস্যের কমিটি গঠন করেছে শীর্ষ আদালত।
যদিও সুপ্রিম কোর্টের এই সাবেক বিচারপতি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে অস্বীকার করে একে পরিস্থিতির শিকার বলে বর্নণা করেছেন। তাঁর বিরুদ্ধে এরকম একটি অভিযোগ ওঠায় তিনি বিপর্যস্ত ও ভেঙে পড়েছেন বলেও জানান তিনি। একইসঙ্গে অভিযোকারিণী তাঁর সন্তানের মতো বলেও জানিয়েছেন সাবেক বিচারপতি।
চলতি বছরের জানুয়ারীতেই চাকরি থেকে অবসর গ্রহণ করেন বিচারপতি গাঙ্গুলী। এরপর পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে বসেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।