আমাদের কথা খুঁজে নিন

   

silent spring আর আমার কিছু অনুভূতি

মুসলিম আমি , আল্লাহ্‌ ছাড়া করি না কাহাকেউ কুর্নিশ

Silent Spring খুব জনপ্রিয় একটা বই । এ বই এর লেখিকা Rachel Carson । বইটি New York Times এ best-seller list এ স্থান পেয়েছিল । বইটিতে DDT নামক একটি pesticide এর ভয়াবহতা তুলে ধরা হয়েছিল । DDT খুব মারাত্নক একটা কীটনাশক প্রাণীজগতের জন্য ।

কিন্তু কীটনাশক দমনে এটা খুব কার্যকর । এই মারাত্নক কীটনাশক DDT কে এক সময় খুব জনপ্রিয় করে তোলা হয় বিজ্ঞাপন এর মাধ্যমে । তখনকার সময় বিজ্ঞাপন এর একটি স্লোগান ছিল , " DDT is good for me-e-e ! " z z .....Rachel Carson যখন DDT র বিরুদ্ধে লিখলেন তখন যে company গুলো DDT কে নিয়ে ব্যাবসা করত তারা সেই লেখিকার বিরুদ্ধে অপবাদ দেয়া শুরু করল আর অনেক বছর পর্যন্ত মানুষ সেই company গুলোর কথা বিশ্বাস করত । এক্ সময় মানুষ বুঝতে পারল DDT কি মারাত্নক একটা কীটনাশক !!! তখন অ্যামেরিকাতে সর্বপ্রথম DDT কে ব্যান করা হয় । এখন সারা বিশ্বেই এটা ব্যান ।

আগেও মানুষ যেমন ছিল এখনও মানুষ তেমনই আছে , পশ্চিমাদের কথা অন্ধ ভাবে সবাই বিশ্বাস করে without proper understanding . এখন পশ্চিমারা বলছে দাড়ি , টুপি পড়া মুসলিমরা জঙ্গি , মানুষও তাদেরকে জঙ্গি বলছে তাদের সম্পর্কে কিছু না জেনেই । পশ্চিমারা বলছে ইরাকে অনেক অস্ত্র আছে যা তাদের জন্য হুমকি সরূপ , মানুষও তাদের কথা অন্ধ ভাবে বিশ্বাস করছে । আল্লাহ্‌ আমাদের সবাইকে সত্য বুঝার তৌফিক দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.