চ্যাম্পিয়ন হতে মাত্র ২৬ বলে করতে হবে ৬০ রান! অঙ্েিজন মাস্ক ছাড়া অনেকটা পাহাড় ডিঙানোর মতো। প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা বুঝতে পেরেছিলেন সমীকরণটা। তাই হাতে বল থাকার পরও গাজী ট্যাংক ক্রিকেটার্সের আফগানি স্পিনার আশার জাইদিকে কাভার দিয়ে তুলে মারতে চাইলেন। কিন্তু ব্যাটে বল ঠিকমতো না লাগায় কানায় লেগে উঠে যায় কাভারে। রিয়াজুল ইসলাম পরম আদরে লুফে নিলেন বলটি।
বল ধরেই দুই হাত উপরে তুলে চিৎকার করেন গগনবিদারী। যেন বিশ্বজয় করেছেন! বিশ্বজয় না হলেও তার ওই ক্যাচেই প্রিমিয়ার ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন হয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। আগামী বছর থেকে যার পরিচয় 'লিজেন্ড অব রূপগঞ্জ' (এলআরবি)। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গাজী ট্যাংক ও প্রাইম দোলেশ্বরের ম্যাচটি ছিল আক্ষরিক অর্থে ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের শেষ রাউন্ডের। কিন্তু দুই দলের পয়েন্ট সমান হওয়ায় ম্যাচটি পরিণত হয়েছিল 'অলিখিত' ফাইনালে।
সে ফাইনাল ৬০ রানে জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় গাজী ট্যাংক।
রাজনৈতিক অস্থিরতার জন্য দুই-দুইবার পেছায় ম্যাচটি। গতকাল ছুটির দিন থাকায় হেভিওয়েট ম্যাচটির আয়োজন করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিডিএম)। গতকালের ম্যাচের সঙ্গে শেষ হয় ২০১২-১৩ মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট। আবাহনী, মোহামেডান, ভিক্টোরিয়া, ওল্ড ডিওএইচএস, ব্রাদার্স ইউনিয়ন ও বিমানের পর নতুন চ্যাম্পিয়ন হয় গাজী ট্যাংক।
হেরে তৃতীয় স্থানে নেমে গেছে দোলেশ্বর। গত মৌসুমেও শেষ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ভিক্টোরিয়া। হেরে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল প্রাইম ব্যাংক। রান রেটে রানার্স আপ হয়েছিল গাজী।
প্রথমে ব্যাট করে ইংলিশ ক্রিকেটার ইউয়ান মরগান ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের জোড়া হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান করে গাজী ট্যাংক।
দলীয় ১২০ রানে রকিবুল হাসানের বিদায়ের পর দুজনে জুটি বেঁধে যোগ করেন ৯১ রান। এই জুটিই দলকে এগিয়ে নেয় বড় স্কোরের পথে। রিয়াদ মাত্র ৪৪ বলে ৫১ রান করেন ৫ চার ও ১ ছক্কায়। মরগান ৮৪ রানের প্রত্যয়ী ইনিংস খেলেন ৭১ বলে ৯ চার ও ২ ছক্কায়। শেষ দিকে নেদারল্যান্ডসের রায়ান ডেসক্যাট টর্নেডো গতিতে ব্যাট চালিয়ে মাত্র ১৮ বলে ১৯৪.৪৪ স্ট্রাইক রেটে ২ চার ও সমানসংখ্যক ছয়ে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেললে গাজীর স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২৯৫।
২৯৬ রানের টার্গেটে খেলতে নেমে দুই বাঁ-হাতি স্পিনার নাঈম জুনিয়র ও আশার জাইদীর ঘূর্ণিতে মুখ থুবড়ে পড়ে দোলেশ্বর। তবে শুরুতেই আঘাত হানেন টেস্ট বোলার রুবেল হোসেন। মাত্র দুই ওভারে দুই ওপেনার মেহেদি মারুফ ও জসুয়া কভকে তুলে নিয়ে যে ধাক্কা দেন রুবেল, সেটা শেষ পর্যন্ত আর সামাল দিতে পারেনি। এর পর নাঈম জুনিয়র আবার আঘাত হানলে এক পর্যায়ে ৯৫ রানে খুইয়ে বসে ৬ উইকেট। তখন মনে হচ্ছিল খেলা হবে একপেশে।
কিন্তু সপ্তম উইকেট জুটিতে মুমিনুল হক সৌরভ ও ফরহাদ দ্রুতগতিতে ৭৫ রান যোগ করলে উত্তেজনা ফিরে আসে খেলায়। কিন্তু রিয়াদের আর্মারে কাট খেলতে গিয়ে বোল্ড হন মুমিনুল ব্যক্তিগত ৮৬ রানে। তখনই জয়ের অঙ্েিজন ফুরিয়ে যায় দোলেশ্বরের। তারপরও ফরহাদ অষ্টম উইকেট জুটিতে সোহাগ গাজীকে নিয়ে ৫৭ রান যোগ করেন। এই জুটিই ব্যবধান কমিয়েছে।
হার এড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৪৫.৪ ওভারে ২৩৫ রানে গুটিয়ে যায় প্রাইম দোলেশ্বর।
প্রথমবারের মতো শিরোপা জেতার জন্য গাজী ক্রিকেটার্সের কর্ণধার লুৎফর রহমান বাদল মহান আল্লাহকে ধন্যবাদ জানান। ধন্যবাদ দেন ক্রিকেটারদের একটি দল হয়ে খেলার জন্য, 'আমাকে বার বার হেনস্তা করা হয়েছে। আল্লাহ আমার সহায় থাকায় সব সমস্যাকে জয় করতে পেরেছি।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য ক্রিকেটারদেরও ধন্যবাদ। তারা একটি দল হয়ে খেলেছে। ' গত চার মৌসুমে তিনবার শিরোপার স্বাদ নিয়েছেন বাদল। অধিনায়ক রিয়াদও ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেটারদের, 'প্রাইম দোলেশ্বর শক্তিশালী দল। কিন্তু আমরা আজ (গতকাল) পরিকল্পিত ক্রিকেট খেলেছি।
তাই জিতেছি। এ জন্য দলের সবাইকে ধন্যবাদ। ' চ্যাম্পিয়ন হওয়ায় পুরো দলকে ৫ লাখ টাকা বোনাস দেন বাদল। এ ছাড়া মরগান ৮৪ রান করায় ১ লাখ টাকা, রিয়াদ ৫১ রান করায় ৩০ হাজার টাকা, ৩ উইকেট নেওয়ায় নাঈম জুনিয়র ১৫ হাজার টাকা বোনাস পেয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
গাজী ট্যাংক ক্রিকেটার্স : ২৯৫/৭, ৫০ ওভার (রিয়াজুল ইসলাম ৩৬, ইমরুল কায়েশ ৪০, রকিবুল হাসান ২৭, ইউয়ান মরগান ৮৪, মাহমুদুল্লাহ রিয়াদ ৫১, রায়ান ডেসকাট ৩৫*।
তাইজুল ইসলাম ২/৭৪, শফিউল ইসলাম সুহাষ ১/৩৪, ফরহাদ রেজা ১/৫৯, সোহাগ গাজী ১/৬৪, মুমিনুল হক সৌরভ ১/১২)।
প্রাইম দোলেশ্বর : ২৩৫/১০, ৪৫.৪ ওভার (রনি তালুকদার ১৭, মুমিনুল হক সৌরভ ৮৬, ফরহাদ রেজা ৭৯, সোহাগ গাজী ২২। রুবেল হোসেন ২/২১, নাঈম জুনিয়র ৩/৩৮,
আশার জাঈদী ৪/৩৯)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।