আমাদের কথা খুঁজে নিন

   

একচন মিয়ার পত্র. . . বিএনপি মাইনে এখন (বি=বোমা, এন=নারী, পি=পার্টি) বোমা নারী পার্টি ?!!

আমার লেখা পড়ে..................

একচন মিয়ার পত্র. . . বিএনপি মাইনে এখন (বি=বোমা, এন=নারী, পি=পার্টি) বোমা নারী পার্টি ?!! ...................................................................................... বিএনপির প্রতিষ্ঠার পর পর পাকিস্তানের বংশবদ গেলমান আইমিন প্রথিতযশা রাজাকারগোরে ক্ষমতা দিচে । মুক্তিযুদ্ধের মাত্র কয় বচ্ছর পরই জিয়া সাব এ কাম করচিল , মুক্তিযুদ্ধা সেনাগোরেও ফাসিতে ঝুলাইচে । তারা কয় বাংলাদেশ জাতীয়তাবাদ । বাংলাভাষী পাকিস্তানীগো লইয়া বাংলাদেশী জাতীয়তাবাদ?!!!!!! কেমনে কি?!!! যাউক গা ২০১৩-তে আসি । বাংলাদেশের জনগন মাইরা কি বাংলাদেশী জাতীয়তাবাদ থাকবো ।

বিএনপির অবস্থা দেইখ্খাতো মনে অইতেচে তারা ককটেল বোমা, পেটরল বুমা, গান পাউডার বুমা মাইরা বেবাক বাংলাদেশী মাইররা ফালাইবো । গত দুই সপ্তাহে তাগো কারণে বার্ণ কইরা, পিডাইয়া, রেল লাইন তুইলা মরছে ৮০ জনের মতন । মৃত্যুর রেল গাড়ীতে আছে আরও ২০/২৫ জন । পাকিস্তানে যেমতে মানুষ মরে তেমনেই মরতাছে বাংলাদেশের মানুচ । বাংলাদেশী মাইরা পাকিস্তানী আইনা কি বেগম জিয়া তার স্বামীর মতন বাংলাদেশী জাতীয়তাবাদ বানাইবো?!! আইচ্ছা তিন বারের পরধান মন্ত্রী তার স্বামী হত্যার বিচার করেন নাই কির লাইগ্গা ।

উল্টা ৭১ সালে যে বেডা বেগম জিয়ারে আটকাইয়া রাইখ্খা স্বামীর কাছ থেকে আলাদা কইরা রাখছিল, টরচার করছিল হেই সেনা কর্মকতা জানজুয়া মইরা দোযখবাসী হওনের পর বেগম জিয়া পিতবীরে তাবদা খাওয়াইয়া রাষ্ট্রীয় শোক পাডাচিল । কোন দেশের পরধান মন্ত্রী অন্য দেশের সেনা অপিচার মরণের পর রাষ্ট্রীয় শোকবার্তা পাডাইচে এইডা পিতীবীতে পরথম । তালি বাজানে এ আনন্দে । যাইগ্গা কাজের কতায় কাম মাইনে আসি । বিএনপি যে হারে বুমাবাজি করতাছে তাইতে বিএনপিরে কি বুমা নারীর পার্টি কওন যায়? যারা যারা আমার লগে এক মত “কুক” মারেন ।

জিয়াউর রহমান কেমতে ২০১৩ এর ভবিষ্যৎ দেখতে পাইলেন । আসেন ভাইসাবেরা, বোন সাবেরা, সব সাবেরা এত বছরের বিএনপি’র ভুল মাইনে আমরা শুদ্ধ কইরা দেই । বিএনপি = বোমা নারীর পার্টি । ইচ নট দ্যাট? একচন একচন-ডাইরেট একচন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.