প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে
মানুষ হয়ে জন্মেছিল সে
বড় হয়ে মানুষ হয়নি
হতে পারে নি প্রতিপক্ষের কাছে
আদর্শিক দ্বন্দ্ব,স্বার্থ আর রাজনীতির কুহেলিকা
বিভ্রান্ত করেছে তাকে।
মানুষ হয়নি হয়েছে
ছাগু, হাম্বা অথবা দালাল
তার মৃত্যুতে উল্লাস ধ্বনি হয়
অনেকে খুশিতে হাততালি দেয়
তার মৃত্যু এখন প্রিয়ার যোনীর চেয়েও অধিক কাম্য
রাষ্ট্রযন্ত্রের কাছে রাজনীতিকের কাছে।
মানবতার মৃত্যু হলে এমনটি হয়
আমরা দ্রোহের আগুন ছড়িয়ে দিই
মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করি
তারপর জিঘাংসা নিয়ে পরস্পরের মৃত্যু কামনা করি্ ।
একাত্তরের রাজাকার হানাদারদের মানসিকতা এমনই ছিল
তাদের মতই জিঘাংসা নিয়ে এখন বাঙালীর রক্ত খোঁজে বাঙালী
হত্যা হত্যা খেলায় রাজনীতি জমে ওঠে ।
মানুষের গর্ভে জন্ম নিয়েও
মানুষ স্বীকৃতি জোটে না অনেকের,
মানবতার এ এক চরম বিপর্যয়,
অযাচিত প্রহসন;
মৃত্যুর সময় অনেকে পায়না মানুষের স্বীকৃতি,
পায়না মানুষের মরণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।