রাজধানীর কাফরুল থানা এলাকায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আজ শনিবার রাতে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আটক দুজনের বাসা পূর্ব কাজীপাড়ায়। তাঁরা ওই বাসার গৃহকর্মী শাহিদার ওপর শারীরিক নির্যাতন করতেন। সম্প্রতি তাঁর চুলও কেটে দিয়েছেন। আশেপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে তাঁদের আটক করে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুল ওয়াজেদ প্রথম আলো ডটকমকে বলেন, দুজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।