আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে মন্দিরে ছাউনি ‍নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা

মন্দির কর্তৃপক্ষের করা ওই মামলায় ভবন মালিকসহ চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়।
কোতোয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) শেবু বড়ুয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যার ওই সংঘর্ষের ঘটনায় মন্দির কমিটির সভাপতি তুষারাংশু বিমল দাশ গুপ্ত বাদি হয়ে  শুক্রবার এ মামলা দায়ের করেন।
মামলায় আসামিদের মধ্যে ভবন মালিক তৌহিদুল আনোয়ার চৌধুরী, ভবনের তত্ত্বাবধায়ক জেবরুল হোসেন, কালা জাহাঙ্গীর ও মো. বশিরের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া নির্মাণাধীন ভবনের শ্রমিকদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে জেবরুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে এএসআই শেবু বড়ুয়া জানান।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার কালী মন্দির কর্তৃপক্ষ মন্দিরে ছাউনি দিতে গেলে ভবন মালিক তৌহিদুল বাধা দেন।
এ নিয়ে হাজারী গলির বাসিন্দাদের সঙ্গে ভবন মালিক ও তার অনুসারীদের সংঘর্ষ বাধে, যাতে অন্তত ২০ জন আহত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.