তোমায় গান শোনাবো,তাইতো আমায় জাগিয়ে রাখো... ওগো ঘুমভাঙানিয়া,ওগো দুখজাগানিয়া ...
আজকে মহান বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর ১৫৫ তম জন্মদিন । ১৮৫৮ সালের ৩০ নভেম্বর,অবিভক্ত বাংলার ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন,যদিও জগদীশের পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের রাঢ়িখাল গ্রামে ।
গাছেরও যে জীবন আছে সেটাই আবিষ্কার করে জগদীশ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করলেন । গাছও যে মানুষের মতন সুখ-দুঃখ,ব্যথা অনুভব করতে পারে সেটাই আমরা জানতে পারলাম কালো গাঁয়ের রঙ আর কুঞ্চিত গোঁফধারী জগদীশ বাবুর কাছ থেকে । মহান এই বিজ্ঞানী কিন্তু একজন ভালো কবিও ছিলেন ।
তাঁর অতি বিশ্বস্ত এবং কাছের একজন মানুষ হলেন রবীন্দ্রনাথ ঠাকুর । কবি ও বিজ্ঞানি মিলে লাগামহীন ঘোরা ঘুরতেন তাঁরা ! চিন্তা করতেই ভালো লাগছে। কি চমৎকারই না ছিল তাঁদের সময়টা !
২০০৪ সালের এপ্রিল মাসে বিবিসি বাংলার জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ৭ম সাথে ছিলেন তিনি । শুধু তাই-ই নয় তৎকালীন ভারতীয় উপমহাদেশে জগদীশই একমাত্র ব্যক্তি যিনি “আমেরিকান প্যাটেন্টের” অধিকার লাভ করেছিলেন । মহান এই বিজ্ঞানী আমাদের বাঙালি জাতিকে নানাভাবে গৌরবান্বিত করেছেন ।
তাঁর ১৫৫ তম জন্মদিনে আড়ম্বরহীন গভীর শ্রদ্ধাঞ্জলি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।