আমাদের কথা খুঁজে নিন

   

গল্প গল্প গল্প - - পোড়া মানুষের গল্প - !!!!!

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!!

গল্পের মায়েরে বাপ। মানুষ পুইড়া অঙ্গার হয় আর দালালের দল রস কশ মিশাইয়া গল্প বাইর করে। শাহাবাগের বাসে আগুন দিয়া মানুষ পুড়ে আর সাথে সাথে বাইর হয় রম রমা কাহিনী। যে যেমনে পারে পোড়া মানুষের রোষ্টের ঘ্রানে যেনো তাদের গল্পের রঙ আরো লোভনীয় হইয়ে উঠে। তোরা মানুষ না।

মানুষ না। এইসব গল্প যারা বানায় তাদের মুখেও যেনো লেগে আছে আমার বাবা-মা ভাই-বোন দের পোড়া মাংষের ঘ্রান। পোড়া মানুষের রাজনীতি তো শুধু ওই দুর্বৃত্তরাই করেনা, ইন্টারনেট, ব্লগ সব জায়গাতেই শিক্ষিতরাও চালাইতেছে। এইসব গল্পকার দের মুখে থু !!!! আর ভাল লাগেনা। নিজের উপর ই ঘেন্না ধরে যাচ্ছে।

উফ খোদা আমাকে একটু ভুলতে দাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.