আমাদের কথা খুঁজে নিন

   

ক্যারিয়ার দৌড়ে চার্টার্ড অ্যাকাউনটেন্ট

সময়ের সঙ্গে পাল্টে যাচ্ছে সবকিছু। শিক্ষা ক্ষেত্রেও চলছে এ ধারাবাহিকতা। যুগের ঝড়োগতির সঙ্গে তাল মেলাতে না পারলে পিছিয়ে পড়তে হয়। ক্যারিয়ারে দেখা দেয় অচলাবস্থা। সন্তান কোন বিষয়ে পড়বে, এতে ক্যারিয়ার কী হবে- এসব বিষয়ে সর্বপ্রথম ভাবতে হবে অভিভাবককেই।

গতানুগতিক বিষয়ে পড়াশোনা শেষে অনেকেই বেকারত্বের ঘানি টানছেন। আবার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে হতাশায় ভুগছেন অনেকেই। বর্তমান প্রেক্ষাপটে এমন অনেক ডিগ্রি রয়েছে, যেগুলোর মাধ্যমে অ্যাকাউন্টিংয়ে অনার্স না করেও চার্টার্ড অ্যাকাউনটেন্ট হওয়া যায়। ACCA Foundation Diploma ও এসিসিএ এমন একটি ডিগ্রি, যা পড়ে একজন ছাত্র দেশে বসেই মাত্র ৩-৪ বছরে এবং ৩-৪ লাখ টাকায় ইউকের বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ব্রুকার্স ইউনিভার্সিটির অ্যাপলাইড অ্যাকাউন্টিংয়ে অনার্সসহ একজন গ্লোবাল প্রফেশনাল অ্যাকাউনট্যান্ট হতে পারে। এতে একজন শিক্ষার্থী UK-র গ্লোবাল চার্টার্ড অ্যাকাউনন্ট্যান্ট হিসেবে চমৎকার ক্যারিয়ার গড়ে তুলতে পারে।

চাকরির বাজারে এসব ডিগ্রিধারীদের চাহিদা এককথায় চমৎকার। এ ডিগ্রি দুটি জাতিংসংঘ কর্তৃক স্বীকৃত সর্ববৃহৎ অ্যাকাউনটিং বডির ডিগ্রি। কেউ ACCA Foundation Diploma অথবা এসিসিএ সম্পন্ন করার সঙ্গে সঙ্গে তার সিভিটি পৌঁছে যায় এসিসিএ'র Job portale-এ। সেখান থেকে সারা বিশ্বে টয়োটা, ইউনিলিভার ও ব্যাট-এর মতো ৮ হাজার ৪২৪টি চাকরিদাতার কাছে সেসব সিভি পৌঁছে যায়। তারা সেখান থেকে তাদের চাহিদামতো কোয়ালিফাইড স্টুডেন্টদের চাকরির জন্য নির্বাচিত করে।

বিভিন্ন প্রতিষ্ঠান এ কোর্সগুলো পরিচালনা করছে। এদের মধ্যে সাইফুর'স ইউনিভার্সিটি কলেজ অন্যতম। দক্ষিণ-পূর্ব এশিয়াতে তাদেরই রয়েছে পাস গ্যারান্টি স্কিম। রয়েছে সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ের অভিজ্ঞ শিক্ষক। আরও জানতে # সাইফুর'স ইউনিভার্সিটি কলেজ, ফোন : ০১৯১২১০১৪৭৩।

তাই গতানুগতিক শিক্ষার আশায় বসে না থেকে সময়োপযোগী এসব শিক্ষায় শিক্ষিত হয়ে দ্রুত ও মজবুত ক্যারিয়ার গঠন করা যায়। * ক্যারিয়ার ডেস্ক

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।