অবরোধের তৃতীয় ও শেষ দিন সোমবার নগরীর আকবর শাহ মোড়ে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষে ককটেল বিস্ফোরণে এক স্কুলছাত্রী আহত হয়। তাকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে অবরোধকারীরা আকবার শাহ মোড়ে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পথচারী এক স্কুল ছাত্রী আহত হয়। সকাল ১০টার দিকে অবরোধকারীদের হটিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এছাড়া একে খান মোড়, ইস্পাহানী মোড়, কর্নেল হাট, সাগরিকাই ব্যাপক সংখ্যক র্যাব পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।