আমাদের কথা খুঁজে নিন

   

সংগীত উৎসবের শেষ সন্ধ্যা

বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উৎসবের শেষ দিনটি সংগীতের প্রবাদপুরুষ প-িত রবিশঙ্করের (১৯২০-২০১২) নামে উৎসর্গ করা হয়েছে।
কখনও নৃত্যদলের সদস্য জয়ন্তী সামান্থা ও সুব্রত দাসের সঙ্গে কখনও একা মণিপুরি নৃত্যের বিভিন্ন শৈলী প্রদর্শন করেন তামান্না রহমান। মৃদঙ্গের তালে তামান্নার নৃত্য পরিবেশনায় মুগ্ধ হন দর্শক।
তার সঙ্গে মৃদঙ্গে ছিলেন ব্রজেন কে. সিনহা থিঙ্গম, বেহলায় অম্লাান হালদার, কণ্ঠ সংগীতে প্রিমিলা সরখৈবাম, সেতারে ফিরোজ খান, বাঁশিতে সৌম্যজ্যোতি ঘোষ।
পরিবেশনা শেষে তামান্না রহমান এবং তার গুরু কলাবতী দেবীর হাতে উৎসব স্মারক তুলে দেন চিত্রশিল্পী হাশেম খান।


সমাপনী সন্ধ্যার প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। মঞ্চে ওই সময় উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, মহা পরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং আইটিসি-এসআরএ’র নির্বাহী পরিচালক রবি মাথুর।

এর পর কণ্ঠশিল্পী সুচিশ্রী রায় রাগ আনন্দী কল্যাণ ও ঠুমরি পরিবেশন করেন। তার সঙ্গে তবলায় সংগত করেন প-িত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

আরও ছিলেন সারেঙ্গীতে সারওয়ার হুসেন, হারমোনিয়ামে গৌরব চ্যাটার্জী, তানপুরায় নাজিয়া মিশকাত তমা ও কাওসারি বেগম নিশি।
শেষ সন্ধ্যায় সান্তুর বাজান রাহুল শর্মা, কণ্ঠসংগীত পরিবেশন করেন প-িত উলহাস কাশালকার, ওস্তাদ রশিদ খান এবং বেগম পারভীন সুলতানা এবং রুদ্র বীণা বাজান ওস্তাদ বাহাউদ্দিন ডাগর।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।