উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
আলো নিবে গেলো ঘরভর্তি শূণ্যতার ভেতর তাকায়ে
আছে অতৃপ্ত ঘ্রাণমুদ্রণ
বাথরুমে নীল আলো, দরোজার চিকন ফাঁক গলিয়ে মুখের উপর এসে
দাঁড়ায়ে থাকছে, এই একটুকরো আলোয় ড্রেসিং টেবিলে
চিরুনী ও চুলের কাঁটায়
আঙুলের সম্পর্ক জমাট হয়ে উঠছে। গত তিন দিনের টেবিল জুড়ে
আপেলের আভা ও একটি স্ক্যান মেশিন পড়ে রয়েছে।
আমার মনোজগতে স্ক্যান হয়ে গেছে কাটা আপেল
চিন্তাভাবনায় আপেলের রঙটা ঢুকিয়ে দিচ্ছি খুব কাছাকাছি স্থির হয়ে থাকা
স্টাপলারের খুলে পড়া পিনের মুখে।
আমি দেখছি
একটি পানির বোতল ও চারবান্ডিল ভিজিটিং কার্ড।
এদের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই।
বাংলা অভিধানের ভেতর ঢুকে আছে মাউস প্যাডের মাথা।
আমি তোমার মুখটাকে অভিধানের ভেতর ঢুকানোর চেষ্টা করছি।
একখানা বিড়ালের পিছনে
রোদ ভর্তি বেলুন গাড়ি ছুটছে আর একখানা বিড়াল আমার
ভেতর মুখ লুকিয়ে তোমার কথা বলছে।
আমার দুইহাত দূরে
একজন রবীন্দ্র সংগীত গাচ্ছেন “ভালবাসি, ভালবাসি”।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।