আমাদের কথা খুঁজে নিন

   

অখণ্ড সংগীত

আবার আসিব আবার হাসিব আবার গাহিব গান

খণ্ড আজিকে হোক অখণ্ড অণু-পরমাণু মিলিত হোক্, ব্যথিত পতিত দুঃখী দীনেরা ভুলুক বেদনা ভুলুক শোক। ছোট বড় সব এক হ'য়ে যাক্, প্রাণে প্রাণে হোক নব অণুরাগ, জীবে জীবে হোক প্রেম-বন্ধন সৃষ্ট হোক আনন্দ-লোক। দূরে থাকা আর চলিবে না জগতের কাছে আছে দেনা ; জনমে জনমে প্রাণ-বলি দিয়া ফুটুক নয়নে বিমলালোক। অপগত হোক আত্ম-কলহ, স্বার্থ-প্রসূত দুঃখ-নিবহ ; শরণ্য হোক্ ত্যাগের মন্ত্র, ত্যাগই অমৃত, নহেক ভোগ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।