লেখা-লেখির মাধ্যমে দেশ ও জাতির জন্য কিছু করার মানসিকতা আছে। আজ ১১টার পর থেকে আমার মনটা খারাপ। খারাপ বললে ভুল হবে খুবই খারাপ। জানেন জাতীয় সংগীত ও জাতীয় পতাকাসহ যেসব জিনিস আমাদের জাতি সত্ত্বার সাথে সম্পৃক্ত সেসবের অবমাননা বা অসঙ্গতি আমাকে চরমভাবে পীড়া দেয়। আজ বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী আসার পর মূল অনুষ্ঠানে যাওয়ার পূর্বে নিমানুযায়ী আমাদের গর্বের জাতীয় সংগীত গাওয়া শুরু হয়। আমার পাশে দেখি আমাদের বিশ্ববিদ্যালয়ের(ঢাবি'র) এক ছাত্র বসে আছে। তাকে বললাম জাতীয় সংগীত গাওয়ার সময় উঠে দাঁড়াতে হয়। কিন্তু সে দাঁড়ালো না। তখন থেকে মেজাজ তিরিক্ষি হতে লাগল।
একটু পরে লক্ষ করলাম আমার প্রিয় জাতীয় সংগীতটি ভুল গাওয়া হচ্ছে। এর পর মনটা এত খারাপ হল যে এখর পর্যন্ত ভাল হয়নি। তখন আমার বার বার একটি কথা মনে পড়তে লাগল তা হলো- 'জাফর ইকবাল' স্যারের 'মা তোর বদনখানি মলিন হলে' কলামটির কথা্। যেটি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে গাওয়ার জন্য জাতীয় সংগীতের পূর্ণপাঠ টিও দেয়া হয়েছিল।
গৌরব, ঐতিহ্য ও আন্দলন-সংগ্রামের কাণ্ডারী হিসেবে পরিচিত একটি ছাত্র সংগঠনের জাতীয় সম্মেলনে যদি আমার প্রিয় জাতীয় সংগীতটি ভুল গাওয়া হয় তাহলে এদের থেকে দেশ কি আশা করতে পারে? পাঠক সমাজের কাছে একটি ছোট্ট অনুরোধ অন্তত আমাদের জাতীয় সংগীতটি সঠিকভাবে গাইতে শিখুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।